কলকাতা: বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Anand Bose) মিনিমালি ইনভেসিভ করোনারি বাইপাস সার্জারি হয়েছে। আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে রাজ্যপাল। বৃহস্পতিবার তাঁকে ছেড়ে দেওয়া হবে হাসপাতাল থেকে (CV Anand Bose Health Update)।
আরও পড়ুন: ১১টি শপিং মল তৈরির কাজ শুরু হয়েছে, ঘোষণা মুখ্যমন্ত্রীর
রাজভবন সূত্রে খবর, ২১ এপ্রিল বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন রাজ্যপাল। চিকিৎসকরা জানায়, হৃদ-ধমনিতে ব্লকেজ ধরা পড়েছে তাঁর। ২২ এপ্রিল তাঁকে বাইপাসের ধারে ওই বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর কার্ডিয়াক সার্জারি হয়। বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছুটি পাচ্ছেন বোস।
আরও জানা গিয়েছে, বুকে ব্যথা অনুভূত হওয়ার সময় সিভি আনন্দ বোসকে নিয়ে যাওয়া হয় কমান্ড হাসপাতালে। সেখানেই প্রাথমিক পরীক্ষানিরীক্ষা করার পর স্থানান্তরিত করা হয় বেসরকারি হাসপাতালে।
দেখুন আরও খবর: