কলকাতা: সুকান্ত মজুমদারের অভিয়োগ পেয়েই ক্য়ানিং ছুটলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শনিবার তাঁর সমস্ত সূচি বাতিল করে দুপুরে দেড়টা নাগাদ ক্যানিংয়ের উদ্দেশে রওনা হন তিনি। মনোনয়নকে ঘিরে ক্যানিংয়ে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছিল। রাজভবন সূত্রে খবর, এলাকা পরিদর্শনের পাশাপাশি স্থানীয়দের সঙ্গেও কথা বলবেন রাজ্যপাল। এদিনই রাজভবনে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গত কয়েকদিনে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে রাজ্যজুড়ে যে হিংসার খবর সামনে এসেছে সে বিষয়ে রাজ্যপালের দ্বারস্থ হন সুকান্ত। পাশাপাশি মনোনয়ন পর্ব শেষে বিভিন্ন এলাকায় বিরোধীদের প্রার্থীপদ প্রত্যাহারের হুমকি দেওয়ার অভিযোগও আসছে। সে বিষয়েও কথা বলেন সুকান্ত বলে রাজভবন সূত্রে খবর।
এদিকে আজই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে (State Election Commissioner Rajiv Sinha) তলব করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (C. V. Ananda Bose Governor of West Bengal)। কিন্তু রাজ্যপালের তলবে সাড়া দিলেন না রাজীব সিনহা। নির্বাচন কমিশন সূত্রে খবর, পঞ্চায়েতে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নের স্ক্রটিনি চলছে, এই যুক্তি দেখিয়ে কমিশনার এদিন রাজভবনে যাচ্ছেন না রাজীব৷
আরও পড়ুন: Panchayat Election 2023 | পূর্ব বর্ধমানে বহু আসনে প্রার্থী দিতে পারল না বিরোধীরা
ভাঙড়ের পরিস্থিতি দেখে আসার পর ফের একবার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তলব করলেন রাজ্যপাল। শনিবার বেলা ২ টোয় নির্বাচন কমিশনারকে রাজভবনে তলব করা হয়েছে বলে খবর৷ শনিবার সকালে রাজভবনে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি অভিযোগ জানান, বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়। মনোনয়ন প্রত্যাহারে চাপ দেওয়া, এমন কি স্ক্রুটিনি পর্বেও অশান্তির হচ্ছে বলেও নালিশ করেন। সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠকের পরই রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করেন রাজ্যপাল।