ওয়েবডেস্ক: ঝাড়খণ্ডে বৃষ্টি (Rain) হলে ভেসে যায় পশ্চিমবঙ্গ (West Bengal)। জলাধারগুলি থেকে বেপরোয়া জল ছাড়ার ফলে রাজ্যের বিভিন্ন জেলা প্লাবিত (Flood) হয়। দুর্গাপুর, পাঞ্চেত, মাইথনের মতো ব্যারেজ থেকে রাজ্যের সঙ্গে সমন্বয় রেখে জল ছাড়া হয়। ম্যান মেড বন্যার অভিযোগ তোলে রাজ্য। এই নিয়ে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসির (DVC) বিরুদ্ধে বারবার ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছর বর্ষার সময় ডিভিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দেয়। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে কার্যত প্রতিবারই এজন্য বন্যা হয়। সমস্যায় পড়েন লক্ষ লক্ষ মানুষ। বর্ষা আসন্ন। তার আগে শুক্রবার নবান্নে মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বে এই বিষয়ে বৈঠক হল। সেখানে সেন্ট্রাল ওয়াটার কমিশনের প্রতিনিধিরা আশ্বাস দিলেন, রাজ্যের সঙ্গে সমন্বয় রেখেই জল ছাড়া হবে জলাধারগুলি থেকে। এদিন আগাম বর্ষার প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে ছিলেন বিভিন্ন জেলার জেলাশাসক। একাধিক দফতরের সচিব ও সেনাবাহিনীর প্রতিনিধিরাও।
রাজ্যকে না জানিয়ে জল ছাড়ে ডিভিসি। তা নিয়ে বারবারই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ডিভিসি যাতে বিভিন্ন জলাধারগুলি থেকে সমন্বয় রেখেই জল ছাড়ে তা নিয়ে রাজ্য সরকারের তরফে বার্তা দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, বৈঠকে সেন্ট্রাল ওয়াটার কমিশনের প্রতিনিধিরাও রাজ্যকে জল ছাড়ার ব্যাপারে আশ্বস্ত করল।
আরও পড়ুন: ২৬-এর ভোটের আগে তৃণমূলের সংগঠনে বিরাট রদবদল, বাদ পড়লেন কারা? নতুন মুখ কারা?
দেখুন অন্য খবর: