অনলাইনে তো আমরা কমবেশি শপিং (Shopping) সবাই করে থাকি। আজকাল ব্যস্ত সময়ের কথা ধরলে খুব কমই আমরা রিটেইল স্টোরে (Retail Store) কিংবা শপিং মলে (Shopping Mall) গিয়ে পোশাক-আশাক কেনার সময় পাই। জামা থেকে জুতো, কিংবা ঘরের জন্য নতুন একটা ফার্নিচার, সবই অনলাইনে সহজলভ্য। রকমারি চয়েসের পাশাপাশি রয়েছে ডিসকাউন্ট, কোথাও আবার গিফট ভাউচার। ফ্লিপকার্ট (Flipkart), অ্যামাজন (Amazon), মিন্ত্রা (Myntra)-র মতো জনপ্রিয় অ্যাপ ছাড়াও আমরা বিভিন্ন সংস্থার শপিং ওয়েবসাইট থেকেও শপিং করে থাকি পছন্দ মতো জিনিস। অনলাইনে জিনিস কেনার ক্ষেত্রে আমাদের ২ থেকে ৭ দিন, কখনও আবার তারও বেশিদিন অপেক্ষা করতে হয়। অ্যাপের ক্ষেত্রে না হয় সেই সমস্ত অ্যাপে ঢুকে নির্দিষ্ট সেকশনে গিয়ে দেখে নিলেন। কিন্তু কোনও ওয়েবসাইট থেকে শপিং করে থাকলে, তখন তো অর্ডার আইডি (Order Id) দিয়ে ট্র্যাক (Track) করে দেখতে হয়। তার আবার অনেক ঝক্কি। কখনও কখনও বড় বোরিং লাগে আমাদের। আবার টাইম কিলিং বটে। তবে এবার সমস্যা মিটবে, আর তা হবে গুগল মেইল থেকেই।
জিমেইলে অর্ডার ট্র্যাক
হতে পারে ছোট আপডেট, কিন্তু গুরুত্বের দিক থেকে অনেকটা বড়। টেক জায়ান্ট গুগল (Google) শীঘ্রই নতুন আপডেট আনছে। জিমেইলে (Gmail) লগইন (Login) করলেই, আপনি দেখতে পেয়ে যাবেন সবকিছু। আর আপনাকে অনত্র গিয়ে দেখতে হবে না। ফলে যেমন সময় বাঁচবে, তেমনই বিষয়টা আরও অনেক সহজ হয়ে উঠবে। উৎসবের মরশুমে আমরা সবাই তুলনায় বেশি করে শপিং করে থাকি। সামনেই আবার ক্রিসমাস। সেই উপলক্ষ্যে আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে এই সুবিধা উপলব্ধ করছে গুগল। সেখানকার সমস্ত গুরুত্বপূর্ণ শিপিং ক্যারিয়ারদের ক্ষেত্রেই এই সুবিধা আনছে গুগল। শীঘ্রই গোটা বিশ্বের জিমেইল ইউজারদের জন্যও নতুন এই ফিচার আপডেট পাঠানো হবে, তবে এবিষয়ে কোনও নির্দিষ্ট সময়সীমার কথা জানায়নি মার্কিন এই টেক জায়ান্ট।
আরও পড়ুন: Oil Cleanser: শীতকালে কেন ব্যবহার করবেন অয়েল ক্লেনজার
কিভাবে?
আমরা যে কোনও অ্যাপ (App) কিংবা ওয়েবসাইটে রেজিস্টার করি মেইল আইডি দিয়ে। ব্যবহারের দিক থেকে জিমেইল জনপ্রিয় বিশ্বের বেশিরভাগ মানুষের মধ্যে। আমরা যখন অনলাইনে কোনও প্রোডাক্ট অর্ডার করি, তার ই-রিসিপ্ট অথবা অর্ডার ট্র্যাকিং নাম্বার সহ মেইল চলে আসে জিমেইলের ইনবক্সে (Gmail Inbox)। গুগল সেই মেইল ট্র্যাক করে জানিয়ে দেবে আপনার অর্ডার কবে আসছে। এতদিন আপনি মেইল খুলে সংশ্লিষ্ট ট্র্যাকিং ইউআরএল (Tracking URL)-এ ক্লিক করতেন, তারপর তা রিডাইরেক্ট (Redirect) হতো সংশ্লিষ্ট ওয়েব পেজে, সেখানে আপনাকে ট্র্যাকিং আইডি দিয়ে দেখতে হয় কবে হবে প্যাকেজ ডেলিভারি। সেই প্রক্রিয়াকে সহজ করে দিচ্ছে গুগল। প্যাকেজ ডেলিভারি সংক্রান্ত সেন্ডারের মেইলের নিচেই দেখা যাবে, কব হতে চলেছে ডেলিভারি। বিশদে স্ট্যাটাস জানতে হলে সংশ্লিষ্ট মেইল খুললেই দেখতে পাবেন ডেলিভারি ট্রাক (Delivery Truck) এবং সবুজ লাইন (Green Line)। সেটা দেখলেই আপনি বুঝে যাবেন, কি অবস্থায় রয়েছে আপনার ডেলিভারি স্ট্যাটাস। তবে, আপনার মেইল ট্র্যাক করার আগে গুগল আপনাকে জানতে চাইবে আপনার অনুমতি আছে কিনা। আসবে দু’টো অপশন – ‘অ্যালাও (Allow)’ কিংবা ‘নট নাও (Not Now)’।