কলকাতা: এই গরমে চটচটে ঘামে ত্বকের দফারফা অবস্থা। যতই বাড়ি থেকে বেরোনোর সময় সানস্ক্রিন লাগিয়ে বেরনো না কেন, বাড়ি ফিরলে মুখ সেই কালছে, তৈলাক্ত হয়েই থাকে। তাই তো? শত ফেসওয়াশ, বিবি ক্রিম, স্ক্রাব করেও কোনও রফাসুত্র মেলে না। বরং দিনের পর দিন ত্বকে রাসায়নিক প্রয়োগের ফলে ত্বকের অনেক বেশি ক্ষতি হয়ে যায়।
ত্বক যত বেশি রুক্ষ্ম হবে তত তাড়াতাড়ি ত্বক শুকিয়ে যাবে। ত্বকের বয়স বেড়ে যায়। যদি এখন সমুদ্রের ধার থেকে ঘুরে আসেন তাহলে তো কথাই নেই। গায়ে হাতে-পায়ে ট্যান পড়তে বাধ্য। আর তাই ট্যান তুলে ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে বাড়িতেই বানিয়ে ফেলুন দুর্দান্ত এই কফি স্ক্রাব। এতে ত্বকের চকচকে ভাব যেমন বজায় থাকবে ঠিক তেমনই ত্বক নিজের পুষ্টিও পাবে।
আরও পড়ুন:Dengue in West Bengal | ডেঙ্গি মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ রাজ্য সরকারের
মাত্র ২ টাকার কফি পাউচ হলেই চলবে। এই দুটার একটা প্যাকেট কফি, নারকেল তেল, একটু মধু, লেবুর রস আর চিনি একসঙ্গে মিশিয়ে নিন। এবার তা মুখে, পিঠে আর যেখানে ট্যান পড়েছে সেই অংশে খুব ভাল করে লাগিয়ে নিতে হবে। এবার তা শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন।
সপ্তাহে দু দিন যদি এই কফির ফেসপ্যাক বানিয়ে নিতে পারেন তাহলে মুখের যাবতীয় কালো দাগ, ময়লা উঠে আসবে আর ত্বক অনেক বেশি চকচক করবে। একদম ফেসিয়ালের এফেক্ট পাবেন। তাই সস্তায় কফির এই প্যাক বানিয়ে নাগিয়ে নিন মুখে। রাতে বাড়ি ফিরে মুখ ফেসওয়াশ দিয়ে ধুয়ে তবেই মুখে লাগা
বেন।