পুরুলিয়া: প্রার্থী না হতে পেরে দলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে চলেছেন শাসক দলের সাধারণ সম্পাদক কীর্তন মাহাত। সোমবার পুরুলিয়ার বেলথড়িয়ার নিজের দলীয় কার্যালয়ে বসে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। আসন্ন পঞ্চায়েতের প্রাক্কালে তৃণমূলের এই নেতার পদত্যাগে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।
২০০৮ সাল থেকে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নিয়ে তৃণমূলে যোগদান করেন কীর্তন। তার আগে তিনি ১৯৮০ সাল থেকে জাতীয় কংগ্রেস দল করতেন। ১৯৯০সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত দলের পিসিসি সদস্যও ছিলেন তিনি। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে তৃনমূল কংগ্রেসের থেকে জয়পুর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০০৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত তৃণমূলের জয়পুর ব্লক সভাপতির দায়িত্ব সামলেছেন তিনি। এই পঞ্চায়েত নির্বাচনে তিনি দলকে জানিয়েই জেলা পরিষদের ৯ নম্বর আসনে মনোনয়ন পত্র জমা করেন। কিন্তু দল তাঁকে প্রার্থী করেনি। দল এই আসনে প্রার্থী করে জয়পুর যুব সভাপতি অর্জুন মাহাতকে। এই খবর জানার পরেই তিনি দলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করার সিদ্ধান্ত নেন। ইতিমধ্যে এ ব্য়াপারে দলের সভাপতি, চেয়ারম্যান ও রাজ্য কমিটির সম্পাদককে জানিয়েও দিয়েছেন। তারপরই তিনি সাংবাদিক সম্মেলন করে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেন।
ইতিমধ্যেই দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রার্থী তালিকা প্রকাশ করে দেওয়া হয় সেখানে দেখা যায় এই আসনে অর্জুন মাহাতকে টিকিট দেওয়া হয়েছে। দলের শীর্ষ নেতৃত্ব কড়া মনোভাব নিয়েছেন, যারা নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাঁদের দলের দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। শনিবারই কালীঘাটে তৃণমূলের শীর্ষ নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যা। সেখানে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও। সূত্রের খবর, ওই বৈঠকেই সিদ্ধান্ত হয়, যাঁরা দলীয় টিকিট না পেয়ে নির্দলে মনোনয়ন দিচ্ছেন, তাঁদের আর দলে ফেরানো হবে না। এমনকী মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারপরেও এদিনের এই পদত্যাগ ও সহ নির্দলে মনোনয়ন দেওয়া অনেকটাই তচাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।