দুর্গাপুর: দুর্গাপুর ইস্পাত কারখানায় ফের গ্যাস লিকের ঘটনা। অসুস্থ পাঁচ ইস্পাত কর্মী। তাঁদেরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে। ব্যাপক আতঙ্ক ইস্পাত কারখানার জুড়ে।
শুক্রবার রাত ৮টা নাগাদ দুর্গাপুর ইস্পাত কারখানার ব্লাস্ট ফার্নেস বিভাগে কার্বন মনোক্সাইড গ্যাস বের হতে থাকে। তীব্র ঝাঁজে কর্মরত দুজন স্থায়ী পরিমল মণ্ডল, সুনীল হাজরা ও তিনজন অস্থায়ী শ্রমিক বিকাশ কাপারি, টোটন খাওয়াস ও নুর আলম জামাদার অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাঁদের উদ্ধার করে নিয়ে যায় দুর্গাপুর ইস্পাত হাসপাতালে (মেন হাসপাতাল) ভর্তি করেন। সকলকেই অক্সিজেন দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সন্দেশখালিতে সিবিআই, কথা সঙ্গে গ্রামবাসীদের