দিঘা: হোটেল দেখানোর নামে ধর্ষণের অভিযোগ। দিঘায় হোটেলের ঘর দেখানোর নাম করে তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আরও অনেকে। তাঁদের খোঁজে নানা জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলে খবর। সোমবারই ধৃতদের আদালতে হাজির করানো হবে বলে জানা গিয়েছে। ধৃতদের আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার পূর্ব মেদিনীপুরের বাসিন্দা ওই তরুণী তাঁর এক বন্ধুকে নিয়ে দিঘায় ঘুরতে যান। সেখানে রাতে থাকবেন বলে হোটেলের খোঁজ শুরু করেন। এরপরই নিউ দিঘায় হোটেল মোটরবাইক নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তিন যুবকের সঙ্গে হোটেলের ঘর দেখানোর নাম করে বাইকে তুলে নেন। এরপর তাঁদের ওড়িশার দিকে দিঘাশ্রী পেরিয়ে একটি অন্ধকার জায়গায় নিয়ে যান। সেখানেই ওই তরুণীকে বেধড়ক মারধর করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন: শেষ মুহূর্তে দিল্লি যাত্রা বাতিল করলেন মুখ্যমন্ত্রী