কোচবিহার: নিখোঁজ হয়ে যাওয়া ২৪ ঘণ্টা পর উদ্ধার চার নাবালক। ওই চার কিশোরকে কোচবিহারের (Cooch Behar) পুন্ডিবাড়ি বাজার থেকে উদ্ধার করে পুলিশ। আপাতত আলিপুরদুয়ারের সোনারপুর পুলিশ ফাঁড়িতে তাদের রাখা হয়েছে। নৌকোয় করে তারা পুন্ডিবাড়ি চলে গিয়েছিল বলে স্বীকার করেছে।
বর্ষায় জলস্তর বেড়়েছে শিলতোর্সা নদীর। ওই নদীতেই নৌকো নিয়ে অ্যাডভেঞ্চার করতে গিয়ে নিখোঁজ হয়ে যায় ওই চার নাবালক। তাদের বাড়ি আলিপুরদুয়ারের এক নম্বর ব্লকের পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পলাশবাড়ী এলাকায়। একই পরিবারের চার জন কিশোর ছাত্র বৃহস্পতিবার বিকেলের পর থেকে এখনও নিখোঁজ। পরিবারের দাবি রাতভর তল্লাশি ও আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজ করেও তাদের কোনো সন্ধান মেলেনি। প্রত্যক্ষদর্শীরা বলছেন বৃহস্পতিবার বিকেলের পর চার কিশোরকে একটি বালি তোলার নৌকো নিয়ে নদীতে ভাসতে দেখা যায়। তারপর থেকেই অবশ্য তাদের আর কোনো হদিশ মেলেনি।
আরও পড়ুন: Barasat Train Signal Failure | সপ্তাহান্তে ট্রেন বিভ্রাট, ভোগান্তির মুখে নিত্য যাত্রীরা
এমনিতেই বৃহস্পতিবার রাত থেকে অবিরাম বৃষ্টির কারণে ফুলেফেঁপে উঠেছে শিলতোর্সা নদী। নৌকো চালাতে গিয়ে তারা যদি নিয়ন্ত্রণ হারিয়ে থাকে তবে বড় বিপদের সম্ভাবনা আছে। ঘটনার খবর পেয়েই নদী জুড়ে তল্লাশি শুরু করেছেন বিপর্যয় মোকাবিলা দফতরের জওয়ানরা। ঘটনাস্থলে যায় পুলিশ। দীর্ঘক্ষণ ধরে ওই চার ছাত্র নিখোঁজ থাকায় উদ্বেগে কান্নার রোল উঠেছে পরিবারের লোকেদের মধ্যে। শেষে কোচবিহারের পুন্ডিবাড়ি বাজার থেকে তাদের উদ্ধার করে পুলিশ।