রঘুনাথগঞ্জ: অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা শেষে বাড়ি ফিরে দুষ্কৃতীদের হাতে গুরুতর জখম তিনজন। রক্তাক্ত অবস্থায় ওই তিনজনকে জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার গিরিয়া অঞ্চলে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় বাড়ির সামনে বসে ছিলেন গিরিয়া পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্য মিঠুন শেখ। সেই সময় এলাকারই এক যুবক জোরে জোরে মোটরসাইকেলের হর্ন বাজালে প্রতিবাদ করেন মিঠুন। ওই ঘটনায় গণ্ডগোল শুরু হয়ে গেলে আরও কয়েকজন দুষ্কৃতী হাজির হয় সেখানে। ওই মোটর বাইক চালক সহ তাঁর দলবল ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয় মিঠুনের উপর। তাঁকে বাঁচাতে গেলে তাঁর আত্মীয়দের উপর ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। ওই ঘটনায় মোট তিনজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রঘুনাথগঞ্জ থানার গিরিয়ার ভৈরব তলা এলাকায়।
ঠিক কী কারণে ওই ঘটনা ঘটলো নাকি এর পিছনে কোন পুরনো বিবাদ রয়েছে, তা তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ইতিমধ্যে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।