ওয়েব ডেস্ক: সোমবার ভোর থেকেই ভারী থেকে অতিভারী বৃষ্টিতে (Heavy Rain) ভিজেছে কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। মঙ্গলবার সকালের ছবিও এক। লাগামছাড়া বৃষ্টিতে জলমগ্ন কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। নিম্নচাপের জেরে ভারী বর্ষণ (Heavy Rain) জারি রয়েছে। মঙ্গলবার সারাদিন জুড়েই প্রবল বৃষ্টিপাতের (Heavy Rain) সম্ভাবনা রয়েছে। আর এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রচুর জল ছেড়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC)। বলা যেতে পারে অন্য কোনও উপায় না পেয়েই, জল ছাড়ার পরিমাণ বাড়াতে হয়েছে ডিভিসিকে (DVC)। যার ফলে চোখ রাঙাচ্ছে বন্যা (Flood)!
বন্যায় (Flood) ভাসতে পারে হাওড়া (Howrah) ও হুগলির (Hooghly) বেশকিছু এলাকা। ডিভিসি সূত্রে খবর, দুর্গাপুর ব্যারেজ (Durgapur Barrage) প্রায় ৪৬ হাজার কিউসেক জল ছাড়তে বাধ্য হয়েছে। মাইথন ও পাঞ্চেতের (Maithon and Panchet) ছবিও এক। দুটি ড্যাম থেকেই ৪০ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি। এত পরিমাণ জল ছাড়ার কারণে ভাসতে পারে দক্ষিণবঙ্গের নীচু ও নদী তীরবর্তী এলাকা।
আরও পড়ুন: ফের দাদাগিরি’র অভিযোগ, নেপথ্যে সোনারপুর কলেজ
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে নিম্নচাপ। ভ্রুকুটি মৌসুমী অক্ষরেখারও। এই দুইয়ের জেরে দক্ষিণবঙ্গ জুড়ে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকবে। জানা গিয়েছে, দুর্গাপুর (Durgapur) ও সংলগ্ন এলাকায় প্রবল বৃষ্টির (Heavy Rain) কারণে জল থইথই করছে ব্যারেজে। তাই ডিভিসি (DVC) বাড়তি ৬ হাজার কিউসেক জল ছাড়ছে।
উল্লেখ্য, ডিভিসি এর আগেও জল ছাড়ার কারণে প্লাবিত হয়েছিল হাওড়া ও হুগলি জেলা (Howrah and Hooghly)। যার জেরে ক্ষতি হয়েছিল একাধিক ঘরবাড়ি ও চাষের ফসল। জলের তলায় চলে গিয়েছিল চাষের জমি। এবার ডিভিসি আবারও জল ছাড়ার কারণে নতুন করে ক্ষয়ক্ষতির পরিমাণ সেই আতঙ্কেই রয়েছে স্থানীয় মানুষজন। নজরদারি রাখা হয়েছে রাজ্য প্রশাসন থেকে জেলা স্তরে। তৎপর বিপর্যয় মোকাবিলা বাহিনী।
দেখুন অন্য খবর