নদিয়া: ফের ব়্যাগিংয়ের (Ragging) অভিযোগ। তবে এবার কলেজ বা বিশ্ববিদ্য়ালয় নয়। শিক্ষক দিবসের দিন সপ্তম শ্রেণির এক ছাত্রকে র্যাগিং করার অভিযোগে উঠল একাদশ এবং দ্বাদশ শ্রেণির পাঁচ ছাত্রের বিরুদ্ধে। ইতিমধ্য়ে ওই পাঁচ পড়ুয়াকে স্কুল থেকে বহিষ্কার করেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু নিয়ে যখন রাজ্য জুড়ে শোরগোল চলছে, তখন সেই জেলা নদিয়াতেই (Nadia) এমন ঘটনা ঘটেছে।
নদিয়ার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের শুক্রবার একটি নোটিস দিয়ে ওই পাঁচ ছাত্রকে বহিষ্কারের কথা জানানো হয়েছে। স্কুল সূত্রে খবর, গত ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে একাদশ-দ্বাদশ শ্রেণির ছাত্ররা নিচু ক্লাসের পড়ুয়াদের ক্লাস নেয়। অভিযোগ, পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণির বেশকিছু ছাত্রকে ওই ক্লাস চলাকালীন ইউনিফর্ম খুলে দাঁড়াতে বাধ্য করা হয়। বেশ কয়েক জন ছাত্রের মুখে সিগারেট গুঁজে দিয়ে তাতে টান দিতেও বাধ্য করা হয় বলে অভিযোগ। এমনকী এ ব্যাপারে শিক্ষকদের কাছে অভিযোগ করলে পরিণতি খারাপ হবে বলে পিস্তল উঁচিয়ে হুমকি দেওয়া হয়েছে। যদিও আগ্নেয়াস্ত্র নিয়ে হুমকির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে।
আরও পড়ুন: সপ্তাহান্তে ফের মেট্রো বিভ্রাট, অফিস টাইমে ভোগান্তির শিকার যাত্রীরা
ওই স্কুলের প্রধান শিক্ষক মনোজ বিশ্বাস বলেন, এক জন ছাত্রের বিরুদ্ধে বেশ কিছু অভব্য আচরণের অভিযোগ পেয়েছি। সব মিলিয়ে পাঁচ জনকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি এই অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই পাঁচ ছাত্রকে স্কুলে আসতে বারণ করা হয়েছে। এ বিষয়ে প্রধান শিক্ষকও থানায় লিখিত ভাবে অভিযোগ জানিয়েছেন।