মুর্শিদাবাদ: ভর সন্ধ্যায় এক ইট ভাটার মালিককে প্রকাশ্যে গুলি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সুতি থানার আহিরণ এলাকায়। আহত ওই ব্যক্তির নাম নিশিত দাস। তিনি অজগরপাড়া এলাকার একটি ইট ভাটার মালিক। ইতিমধ্যেই গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে সুতি থানার বিশাল পুলিশ বাহিনী। কে বা কারা গুলি করেছে, তা এখনও স্পষ্ট নয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে ইট ভাটার মালিককে গুলি করে খুনের ঘটনায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে সুতিতে। ওই ইটভাটা দখলের কারণেই গুলি বলে অনুমান আহত পরিবারের লোকেদের।
উল্লেখ্য, রবিবার ভরসন্ধ্যায় শুট আউটের (Shootout) ঘটনা ঘটে কেতুগ্রামে (Ketugram)। এক ইটভাটার মালিককে (Brickyard Owner) লক্ষ্য করে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। নিহতের নাম বটু মির্জা (৫৫)। তাঁর ইটভাটার মধ্যেই দুষ্কৃতীরা তাঁকে গুলি করে খুন করে বলে জানা গিয়েছে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে বীরভূমের সিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় ব্যক্তিগত কোনও ঝামেলা নাকি রাজনীতির কোনও হাত আছে সবটাই খতিয়ে দেখা হচ্ছে।