বাঁকুড়া: বাঁকুড়া শহর লাগোয়া কেশিয়াকোল এলাকায় দিনে দুপুরে শুট আউট। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার একটি বাইকে করে দু’জন দুস্কৃতী একটি চার চাকাকে গাড়িকে ধাওয়া করে। সেই সময় ওই গাড়িটিকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে দুষ্কৃতীরা। এই ঘটনায় গাড়িতে থাকা বেশ কয়েকজন আহত হন। পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধদের নাম নুর মহম্মদ শাহ, তেতুলমুড়ি গলসি পূর্ব বর্ধমানের বাসিন্দা, জিয়াবুল হক শেখ, দয়ালপুর পূর্ব বর্ধমানের বাসিন্দা, গোবিন্দ মণ্ডল পাবড়াডিহি, গঙ্গাজলঘাটি, বাঁকুড়ার বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুলি চালাতে চালাতে দুস্কৃতীরা বাইকেই দুর্গাপুরের দিকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। তবে ঠিক কী কারণে ওই গাড়িকে লক্ষ্য করে গুলি করা হল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন পূর্ব বর্ধমানের গলসির তৃণমূলের আইএনটিটিইউসির নেতা নুরমহম্মদ শা ওরফে টগর। তাছাড়াও গুলিবিদ্ধ হয়েছেন শেনখ জিয়াবুল হক ওরফে বাগাই নামে এক ব্যক্তি। টগর গলসি থানার তেতুলমুড়ি ও বাগাই দয়ালপুর গ্রামের বাসিন্দা। তাছাড়াও তাঁদের সঙ্গে ছিলেন গোহগ্রামের স্থানীয় তৃণমূল নেতা শেখ রবিউল। আততায়ীদের গুলিতে গুরুতর জখম হন বাগাই। তাঁর অবস্থা সঙ্কটজনক। তাছাড়াও গুলি লাগে টগরের মাথায়। তারা বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন: যাদবপুরের ব়্যাগিং কাণ্ডে ৪ পড়ুয়াকে আজীবন বহিষ্কারের সুপারিশ অভ্যন্তরীণ তদন্ত কমিটির
টগর জানিয়েছেন, তিনি তেঁতুলতুড়ি থেকে বর্ধমান যাচ্ছিলেন। ওইসময় বাগাইকে গাড়ি নিয়ে যেতে দেখতে পেয়ে টগর গলসিতে নামিয়ে দিতে বলেন। এরপর তাঁদের গাড়িতে চাপলে বাগাই তাঁকে বাঁকুড়ার জেল থেকে একজনকে আনতে বাঁকুডা যেতে বলেন। বাঁকুড়ায় গিয়ে জেল থেকে ওই ব্যক্তি বের হয়ে তাঁদের গাড়িতে চেপে বসতেই তাঁদের গাড়িকে লক্ষ্য করে গুলি চালায় দুস্কৃতীরা। ঘটনায় বাগাইয়ের বেশ কয়েকটি গুলি লাগে। তাছাড়াও টগরের নিজের মাথায় গুলি লাগে বলে জানান তিনি।