কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ-দুর্নীতির মামলায় সিবিআই তদন্ত শুরু হতেই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মধ্যে তরজা। শুক্রবার কুণাল বলেছিলেন, ‘যে ধরনের কেলেঙ্কারির অভিযোগ আসছে, তার একটিও ব্রাত্য বসুর জমানায় নয়। দলের মহাসচিব তথা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিস্তারিত বুঝিয়ে বলতে পারবেন।’ তৃণমূল মুখপাত্রের বক্তব্যের ২৪ ঘণ্টার মধ্যে পাল্টা দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরহাদের কটাক্ষ, ‘কুণাল তো মন্ত্রিসভার সদস্য নন’।
ফিরহাদের কটাক্ষের উত্তরে কুণালের প্রতিক্রিয়া, ‘ফিরহাদ বড় নেতা। সিনিয়র নেতা। উনি যা বলেছেন ঠিকই বলেছেন। ওনার বক্তব্যকে স্বাগত জানাচ্ছি।’ শুক্রবার কুণাল বলেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে ব্রাত্য বসুর সময়ে এই ধরনের অনিয়ম ঘটতে পারে না। অনিয়ম নিয়ে উত্তর পার্থ চট্টোপাধ্যায়ই দিতে পারেন। তিনি সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন। এর পরেও কিছু থাকলে সেটা প্রশাসনিক বিষয়, আমার জানার কথা নয়।
শুক্রবার সরাসরি পার্থ চট্টোপাধ্যায়ের কথা বললেও আজ, শনিবার এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে সুর বদল করেন কুণাল ঘোষ। তাঁর কথায়, ‘এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে দায় চাপাইনি। দলের কারও উপর দায় চাপাইনি।’ ফিরহাদ এসএসসি ইস্যুতে পার্থ চট্টোপাধ্যায়ের পাশেই দাঁড়ান। তাঁর দাবি, তৃণমূলের কোনও নেতা-মন্ত্রী অন্যায় করেননি। এসএসসি দুর্নীতির সঙ্গে পার্থদার কী সম্পর্ক?