সামসেরগঞ্জ: দিল্লিতে রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে বিদুৎস্পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের ( Murshidabad) তিন শ্রমিকের। মৃতদেহ বাড়িতে পৌঁছানোর আগেই সরকারি ক্ষতিপূরণ তুলে দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। দিল্লিতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে মৃত সামসেরগঞ্জের দুই শ্রমিকের বাড়ি পৌছলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবার রাত ১০ টা নাগাদ মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ধূলিয়ান পৌঁছান তিনি।
এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্র সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। সরকারি সাহায্য পেয়ে উপকৃত হল ওই দরিদ্র পরিবার দুটি। মৃত শুভঙ্কর রায় এবং গোকুল মন্ডলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তাদের হাতে আর্থিক ক্ষতিপূরণ বাবদ সরকারের পক্ষ থেকে ২ লক্ষ টাকা, সাংসদ খলিলুর রহমানের পক্ষ থেকে ১ লক্ষ টাকা। সাগরদীঘির বিধায়ক বাইরন বিশ্বাসের পক্ষ থেকে ১ লক্ষ টাকা এবং ধূলিয়ান পৌরসভার পক্ষ থেকে ৫০ হাজার টাকা , মোট সাড়ে চার লক্ষ টাকার চেক তুলে দেন ফিরহাদ।
আরও পড়ুন: পুকুর দুর্নীতির তদন্ত করতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে সরকারি আধিকারিকরা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাজের উদ্দেশ্যে দিল্লির গাজিয়াবাদে গিয়েছিলেন তাঁরা।শুক্রবার নিত্য দিনের মতো কাজ করছিলেন তাঁরা। সে সময়ই অসাবধানবশত বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে প্রাণ হারান ওই তিন জন শ্রমিক। এরপর স্থানীয়রা তাঁদের তড়িঘড়ি করে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে. কিন্তু চিকিৎসকরা জানান যে তাঁরা মৃত। শ্রমিকদের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁদের পরিবারের লোকেরা।পরিবারের একমাত্র উপার্জনকারী হলেন তাঁরা। শনিবার সকাল থেকেই মৃত পরিবারগুলোতে ভিড় জমান স্থানীয় মানুষজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লীর হাসপাতালে ময়নাতদন্তের পরেই দেহ বাড়ি নিয়ে আসা হবে।