তমলুক: শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) নামে এফআইআর দায়ের (FIR File) তমলুক থানায় (Tamluk Police Station)। দায়ের করলেন অনশনরত শিক্ষকরা সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। তমলুকের বিজেপি প্রার্থীর মনোনয়ন দিতে যাবার সময় যে শোভাযাত্রা যাচ্ছিল সেই শোভাযাত্রাকে উদ্দেশ্য করে অনশনরত শিক্ষকদের মঞ্চ থেকে চোর স্লোগান ছুঁড়ে দেওয়া হয়। ক্ষিপ্ত হয়ে ওঠে বিজেপি কর্মী সমর্থকরা। পাথর ছোঁড়া থেকে শুরু করে চেয়ার ভাঙা কিছুই বাদ রাখেনি তারা। মহিলারা জুতো প্রদর্শন করেন শিক্ষকদের প্রতি। পাথরের আঘাতে একজন শিক্ষক ও আর একজন শিক্ষিকা ইতিমধ্যেই তমলুক হাসপাতালে ভর্তি। শিক্ষকদের দাবি, বিরোধী দলনেতার প্ররোচনায় তাদেরকে প্রাণে মারার চেষ্টা করেছিল বিজেপি কর্মীরা। তাই বিরোধী দলনেতা এবং বিজেপি প্রার্থীর নামে এফ আই আর দায়ের করা হল।
আরও পড়ুন: বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শক্তিকে জয়ী করার আহ্বান বুদ্ধদেবের
প্রসঙ্গত, শনিবার বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা তমলুকে। চাকরিহারা শিক্ষকদের উপর হামলা চালানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় শনিবার তমলুক থেকে নিমতৌড়ীতে জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা দিতে তৃণমূলের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সংগঠনের অনশন মঞ্চের কাছে দুই পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ বেঁধে যায়। দুপক্ষের মধ্যে আক্রমণাত্মক স্লোগান, ইট ছোঁড়াছুড়ি শুরু হয়। এই সময় গন্ডগোল থামাতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
অন্য খবর দেখুন