কলকাতা: অবেশেষে শেষ হল রাজ্যের পঞ্চায়েত ভোট। মনোনয়নপত্র পেশের প্রথম দিন থেকে শুরু হয়েছিল অশান্তি। ভোটের দিনও বুথে বুথে দেখা গেল বিক্ষিপ্ত গন্ডগোলের ছবি। রাজ্য নির্বাচন কমিশনের তথ্য থেকে জানা যাচ্ছে, শনিবার মানুষ ভোট দিতে বেরিয়েছিলেন। কোন জেলায় কত শতাংশ ভোট পড়েছে সেই তথ্যও জানিয়ে দিল কমিশন। দেখে নিন শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত কোন জেলায় কত শতাংশ ভোট পড়েছে,
আলিপুরদুয়ার-৬৩:১১
দক্ষিন দিনাজপুর- ৬১.৯৩
কোচবিহার- ৬৩.৮৪
জলপাইগুড়ি- ৬২.২৪
উত্তর দিনাজপুর- ৫৬.৮৭
মুর্শিদাবাদ- ৬৫.৯৫
মালদহ- ৬৩.৪৪
পশ্চিম মেদিনীপুর- ৭৯.১৫
পুরুলিয়া- ৫৯.৮৫
বাঁকুড়া- ৫৯.৮৩
বীরভূম- ৬৮.৮৮
ঝাড়গ্রাম- ৬৪.২৬
হুগলি- ৬৫.৪৩
হাওড়া- ৬৭.৫৮
উত্তর ২৪ পরগনা- ৬৭.৮৮
দক্ষিণ ২৪ পরগনা- ৬৫.৪০
পশ্চিম বর্ধমান ৬৫.৮৫
নদীয়া- ৬৮.৭২
পূর্ব মেদিনীপুর- ৬৭.২৩
পূর্ব বর্ধমান-৬৮.৯০
কালিম্পং- ৫৬.৪৯
আরও পড়ুন: Panchayat Election 2023 | গোয়ালপোখরে মৃত্যু হল কংগ্রেস কর্মীর
পশ্চিম মেদিনীপুরে বিকেল পাঁচটা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে। আর সবচেয়ে কম কালিম্পংয়ে। ১১ তারিখ পঞ্চায়েত ভোটের ফল প্রকাশ হবে। এখন দেখার কার ভাগ্যের চাকা কোন দিকে ঘোরে।