মিনাখাঁ: সৌদিতে বসে মিনাখাঁয় (Minakhan) মনোনয়ন জমা দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে’র নজরদারিতে সিআইডি (CID) তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সোমবার মিনাখাঁর বিডিও কামরুল হোসেনকে অফিসে জিজ্ঞাসাবাদ করতে যান সিআইডির চারজন আধিকারিক।
প্রসঙ্গত, হজ কমিটি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ৪ জুন সৌদি আরবে যান মিনাখাঁর কুমারজোল গ্রাম পঞ্চায়েতে শাসক দলের প্রার্থী মোহারুদ্দিন গাজী। সেখানে থেকে তিনি কিভাবে মনোনয়ন ফাইল করেছেন, তা নিয়ে মামলায় প্রশ্ন তুলে মামলা দায়ের হয়। আদালতে হজ কমিটির রিপোর্ট তুলে ধরা হয়। ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্রের দাবি করেন মামলাকারীর আইনজীবী সামিম আহমেদ, সালোনি ভট্টাচার্যরা। ঘটনার সিবিআই তদন্তের দাবি জানান তাঁরা। এবার সেই দাবি নস্যাৎ করলেন কাঠগড়ায় ওঠা তৃণমূল প্রার্থী মোহারুদ্দিন। তিনি বলেন, আইন মেনে ২০১৮ সালে পঞ্চায়েত আইন মেনে প্রস্তাবককে দিয়ে ১২ই জুলাই মনোনয়নপত্র জমা দিয়েছিলাম।
ঘটনায় মিনাখাঁ থানায় বিডিওর শেখ কামরুল ইসলাম অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে রাজ্যের তদন্তকারী সংস্থা। অভিযুক্ত তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে অপরাধ মূলক ষড়যন্ত্রও প্রতারণাসহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তে বিডিও অফিসের সিসিটিভি ফুটেজ দেখা হবে বলে জানা গিয়েছে। প্রয়োজনে প্রত্যেককে নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আজ চারজনের সিআইডির তদন্তকারী প্রতিনিধি দল আজ বেলা দুটোর সময় এসে মিনাখার বিডিও শেখ কামরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করছে পাশাপাশি ১২ই জুলাই কিভাবে বিতর্কিত তৃণমূল প্রার্থী সৌদিতে বসে মনোনয়নপত্র জমা দিয়েছিল মিনা খায় সেই সিসিটিভি ফুটেজ পাঠিয়ে দিচ্ছে।