বসিরহাট: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার এক নম্বর ব্লকের পিফা গ্রাম পঞ্চায়েতে প্রায় ৫০ জন তৃণমূল কর্মী সমর্থক কংগ্রেসের যোগদান করলেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বসিরহাট এক নম্বর ব্লকের কংগ্রেসের সভাপতি কাদের সর্দার বসিরহাট গ্রামীণ জেলার কংগ্রেসের সাধারণ সম্পাদক বাবু কাজী সহ স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। বৃহস্পতিবার পঞ্চায়েতের তৃণমূলের টিকিট না পেয়ে গোটরা অঞ্চলের যুব কংগ্রেসের সভাপতি মোসাব্বের হোসেন গাজী সহ ৫০ জন তৃণমূলের যুব নেতা কংগ্রেসের যোগদান করেন।
মঙ্গলবার রাত থেকেই রাজ্যে পঞ্চায়েত ভোটে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। তারপর থেকেই রাাজ্য়ের একাধিক জেলায় তৃণমূলের গোষ্ঠীকোন্দলের ছবি ধরা পড়ছে। শাসক-বিরোধী সংঘর্ষের মাঝেই তৃমমূলের গোষ্ঠীকোন্দলে উত্তপ্ত হচ্ছে সারা বাংলা। বুধবার ক্যানিংয়ে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তৃমমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চরমে পৌঁছয়। সকালে থেকে দফায় দফায় বোমাবাজির ঘটনা ঘটে ক্যানিংয়ে। অভিযোগ, টাকার বিনিময় টিকিট দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Panchayat Election 2023 | পঞ্চায়েত ভোটের আগে ফের ধাক্কা, টিকিট না পেয়ে প্রতিবাদে দলত্যাগ বীরভূমে
পাশাপাশি প্রার্থী তালিকা প্রকাশের পর তৃণমূল ছেড়ে অন্যদলে নাম লেখানোর হিড়িক দেখা যাচ্ছে জেলায় জেলায়। শাসকদলের একাধিক নেতাকর্মীরা প্রার্থী তালিকা নাম না থাকায় গণইস্তফার পথে হাঁটছে। এদিনের এই ঘটনা তারই প্রমাণ। রাজনৈতিক মহলের মতে, গণইস্তফা সহ তৃণমূল ছেড়ে অন্য দলে যোগদান, আসন্ন পঞ্চায়েত ভোটে বেশ প্রভাব পড়তে পারে। যদিও তৃণমূল শিবিরের দাবি, এরা সকলেই সুবিধাবাদী। স্বচ্ছ কর্মীদের দল প্রার্থী করেছে। মানুষ এর জবাব ভোটে দেবে। এর প্রভাব নির্বাচনে কিছু পড়বে না বলেই দাবি শাসকদলের।