বেলডাঙা: ঋণের টাকা আদায় করতে গিয়ে খুন হলেন এক বেসরকারী সংস্থার ফিল্ড অফিসার। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, মৃত ওই ফিল্ড অফিসারের নাম জাহাঙ্গির আলম(৩০)। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বেলডাঙা থানার পুলিশ। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বেলডাঙার নপুকুরিয়া এলাকায়।
স্থানীয় সূত্রা জানা গিয়েছে, নিহত জাহাঙ্গিরের বাড়ি মুর্শিদাবাদের সাগরপাড়া এলাকায়। মাত্র চারমাস আগে তাঁর বিয়ে হয়েছে। গতকাল বেলডাঙা থানার সারগাছির ব্রাঞ্চ থেকে তিনজন মহিলা এবং পুরুষ কর্মী বেলডাঙ্গা নপুকুরিয়া গ্রামে ঋণের টাকা আদায় করতে যান। অভিযোগ, এক মহিলা টাকা দিতে অস্বীকার করায় ওই বেসরকারি সংস্থার কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়ে যায়। মাত্র ২৫০০ টাকা আদায় না করতে পেরে অফিসের দিকে রওনা দেন ওই ৬ জন কর্মী। অভিযোগ, সেই সময় ঋণ গ্রহিতা মহিলার স্বামী নিমেশ ঘোষ পিছন থেকে কুপিয়ে দেয় জাহাঙ্গিরকে। অন্যান্যকর্মীরা বিষয়টি দেখে চিৎকার শুরু করেন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন জাহাঙ্গির। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বেলডাঙা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ।
আরও পড়ুন: বদলে যাবে বাংলার আবহাওয়া, চড়বে পারদ, জানুন পূর্বাভাস