মথুরাপুর: কয়েক মিনিটের প্রবল ঝড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হল সুন্দরবনের (Storm Damaged Sundarbans) মথুরাপুর-২ ও কাকদ্বীপ (Kakdwip) ব্লকের বেশ কয়েকটি গ্রাম। এই দুটি ব্লকের কয়েক’শ বাড়ির ছাউনি পুরোপুরি উড়ে গিয়েছে। ভেঙে পড়েছে কাঁচা বাড়ি, গাছের ডাল। ভেঙেছে বিদ্যুতের খুঁটি। ছাউনি ছাপা পড়ে মৃত্যু হয়েছে গরু ও ছাগলের। বৃহস্পতিবার বেলায় ক্ষতিগ্রস্থ গ্রামে যান বিডিও অফিসের কর্মী, বিধায়ক ও পঞ্চায়েত সমিতির সভাপতিরা। বাড়ির ছাউনি উড়ে যাওয়ায় নিরাশ্রয় হয়ে পড়েছে অসংখ্য পরিবার। খাবারের আকাল দেখা দিয়েছে।
আরও পড়ুন: বিজেপির সুভাষের বিরুদ্ধে নির্দলে মনোনয়ন পেশ দলীয় নেতার
প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ক্ষতিগ্রস্থ বাড়িগুলি মেরামতির ব্যবস্থা করা হচ্ছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে বিস্তৃর্ণ এলাকা। প্রথম ঘটনাটি ঘটে মথুরাপুর-২ নং ব্লকের নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের মহব্বতনগর এলাকায়। রাত দশটা নাগাদ হঠাৎ করে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়। কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় পুরো এলাকা। রায়দিঘির বিধায়ক অলোক জদলদাতা দুর্গতদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন। অন্যদিকে দ্বিতীয় ঘটনাটি ঘটে কাকদ্বীপের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের হালিশহর গ্রামে। মূলত মৎস্যজীবীদের গ্রাম। রাতে কয়েক মিনিটের ঝড়ে বাড়িঘর ভেঙে তছনছ হয়ে যায়। গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। এলাকায় পৌঁছন কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মদনমোহন হালদার।
অন্য খবর দেখুন