কলকাতা: পুত্রবধূকে লাগাতার ধর্ষণের অভিযোগে গ্রেফতার শ্বশুর। স্বামী সব জেনেও প্রতিবাদ না করে উল্টে স্ত্রীকে মারধোর করার অভিযোগে তাঁকেও গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ছেলের সামনে বৌমাকে লাগাতার ধর্ষণের অভিযোগ ছেলের বাবার বিরুদ্ধে (District News)।
ঘটনাটি ঘটেছে বসিরহাট (Bashirhat) মহাকুমার মাটিয়া থানার স্বরূপনগর বাজার এলাকায়। প্রশাসন সূত্রে জানা যায়, অশোকনগরে গুমা রাজিপপুরে বাড়ি একটি মেয়ের সঙ্গে বছর পাঁচেক আগে বসিরহাট মহকুমার মাটিয়া থানার স্বরূপনগর বাজার এলাকায় শঙ্কর বিশ্বাসের ছেলে সোমনাথ বিশ্বাসের বিয়ে হয়। বিয়ের পর তাঁদের সংসার ভালই কাটছিল। তাঁদের একটি চার বছরের পুত্র সন্তান আছে। কিন্তু বাঁধ সাধেন তাঁর শ্বশুর।
আরও পড়ুন: নন্দীগ্রামে জনবসতি এলাকায় ক্যানেলে মহিলার দেহ
গত মাস দুয়েক আগে পুত্রবধুর উপর কুনজর পড়ে শ্বশুর শঙ্কর বিশ্বাসের। সে তাঁর পুত্রবধূর উপর যৌন নির্যাতন ও লাগাতার ধর্ষণ করে বলে অভিযোগ করে। এই ব্যাপারে তাঁর স্বামীকে সব কথা খুলে বল্লেও স্বামী সোমনাথ বিশ্বাস তাঁর কথায় কোনও কর্ণপাত না করে উল্টে নির্যাতিতাকে মারধোর করে।
জানা গিয়েছে, এরপরও নির্যাতিতার শ্বশুর শঙ্কর বিশ্বাস আরও অত্যাচার বাড়িয়ে দেয়। লাগাতার ধর্ষণ করে বলে অভিযোগ। এই অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে গতকাল মাটিয়া থানায় দ্বারস্থ হয়। শ্বশুর ও স্বামীর নামে অভিযোগ দায়ের করলে শ্বশুর শঙ্কর বিশ্বাসকে ধর্ষণের অভিযোগে ও তার স্বামী সব জেনেও প্রতিবাদ না করে চুপ থেকে চক্রান্ত করায় তাকেও গ্রেফতার করে পুলিশ।
রবিবার অভিযুক্ত বাবা ও ছেলেকে পাঁচ দিনের পুলিশি হেফাজত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। স্ত্রীকে বসিরহাট জেলা হাসপাতালে মেডিক্যাল পরীক্ষা হয়। পাশাপাশি, ওই বধুর গোপন জবানবন্দী নেওয়ার তোড়জোড় শুরু হয়ে গেছে।
দেখুন আরও খবর: