দত্তপুকুর: মানসিক সমস্যার কারণে পুজো করতে বসা বাবার গলায় বটির কোপ ছেলের। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বামনগাছি এলাকায়। এই ঘটনায় রীতিমতো শিউরে উঠল বামনগাছি এলাকার মানুষজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর ৫৭-এর রঘুনাথ শিকদারের। আটক করা হয়েছে ছেলে লিটন শিকদারকে।
দত্তপুকুর থানা এলাকার বামনগাছি মণ্ডলগাথি এলাকার বাসিন্দা ছিলেন রঘুনাথ। ছেলে লিটন শিকদার অতীতে নেশা করতেন। পরবর্তীতে গত কয়েক বছর ধরে মানসিক সমস্যায় ভুগতে থাকেন বলেই জানা গিয়েছে। ছেলের চিকিৎসার জন্য বাবা-মা দুজনেই নানাভাবে চেষ্টা চালাচ্ছিলেন। ছেলেকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে হোমেও রাখা হয়েছিল বলে জানান মা অঞ্জু শিকদার। এদিন সকালে বাবা রঘুনাথ শিকদার যখন পুজোর জন্য ঘরে বসে ছিলেন, সেই সময় ঘরে রাখা বটি দিয়ে ছেলে পিছন দিক থেকে গলায় কোপ দেয় বলে অভিযোগ। মুহূর্তেই লুটিয়ে পড়েন রঘুনাথ। রক্তে ভেসে যায় ঘর। শব্দ শুনে ছুটে আসেন স্ত্রী সহ প্রতিবেশীরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। পাশাপাশি অভিযুক্তকেও আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Manipur | মণিপুরে মহিলাদের বিবস্ত্র করে হাঁটানোর ঘটনায় গ্রেফতার আরও ১ অভিযুক্ত
এই ঘটনায় প্রতিবেশীরা জানান, লিটন নেশাগ্রস্ত ছিল। সেই কারণেই মাঝে মধ্যে ঝামেলা ঝগড়া হত বাবা-মায়ের সঙ্গে। এদিনের এই ঘটনা সামনে আশায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। এই ঘটনার তদন্ত শুরু করেছে দত্তপুকুর থানার পুলিশ। এলাকায় নেমেছে শোকের ছায়া।