নদিয়া: দুঃস্থ ব্যবসায়ী, মহিলা ও উদ্যমী যুবক-যুবতীদের স্বনির্ভর করতে এগিয়ে এল এক বিশেষ উদ্যোগ। আগামী ১৯, ২০ ও ২১ তারিখ রানাঘাটের (Ranaghat) রামনগর, আইসতলার এক বেসরকারি লজে অনুষ্ঠিত হতে চলেছে ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল ক্রাফট এক্সিবিশন মেলা। মেলার নামকরণ হয়েছে ‘দুর্গতিনাশিনী ফেস–১’ (District News।
বুধবার এক সাংবাদিক সম্মেলনে মানবিকতার সম্পাদক দেবব্রত চৌধুরী জানান, এই মেলার উদ্দেশ্য হল দুঃস্থ ব্যবসায়ী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া। তার বক্তব্য, “আমরা চাই এ ধরনের মেলা থেকে ছোট ব্যবসায়ীরা ধীরে ধীরে বড় জায়গায় যেতে পারুক। পূজোর আগে তারা কিছুটা আয় করে পরিবারকে সাপোর্ট দিতে পারুক।”
আরও পড়ুন: নদিয়ার গয়েশপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড
আয়োজকদের দাবি, প্রদর্শনীতে নামী-দামী বহু স্টল বসছে, যাতে পোশাক থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পাওয়া যাবে। এছাড়াও, প্রতিদিন সন্ধ্যায় থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, যা স্থানীয় প্রতিভাদের নিজেদের তুলে ধরার সুযোগ করে দেবে।
আয়োজক কমিটি জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে মহিলাদের ও যুব সম্প্রদায়কে সাবলম্বী করার পথে এগোনোই তাদের মূল লক্ষ্য। সাংবাদিক সম্মেলনে দেবব্রত চৌধুরীর পাশাপাশি উপস্থিত ছিলেন নমিতা দুবে, সৌমিত্র বসু সহ অন্যান্য বিশিষ্টজন।
দেখুন আরও খবর: