কলকাতা: রাজ্যের উত্তর থেকে দক্ষিণের একাধিক জেলায় প্রবল বর্ষণে (Massive Rain) পূর্বাভাস। রাজ্য জুড়ে জারি করা হয়েছে সতর্কতা। কয়েকদিন বৃষ্টি হলেও গরম অস্বস্তিতে নাজেহাল হয়ে পড়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসী। এর মধ্যেই আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জারি হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এটি মধ্যপ্রদেশ ও তার সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর জেরেই উত্তরবঙ্গে গভীর রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে। বদলাচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়াও।
দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামিকাল বৃহস্পতিবার থেকে বৃষ্টি কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতায় মূলত মেঘলা আকাশই থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে শহর কলকাতাতেও। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি বাড়তে পারে।
আরও পড়ুন: বুধবারই যাদবপুরে বসতে পারে সিসি ক্যামেরা, জানালেন উপাচার্য
বুধবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।এদিন উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। আজ দক্ষিণের সব জেলাতেই জারি হলুদ সতর্কতা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃহস্পতি ও শুক্রবার।
বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। কমলা সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা মালদহ ও উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। শুক্রবার ও শনিবার হলুদ সতর্কতা। বাড়বে নদীর জলস্তর। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কাও থাকছে।