বারুইপুর: খোলা আকাশের নিচে চলছে শিশু ও গর্ভবতীদের জন্য রান্না। রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখা গিয়েছে আইসিডিএস সেন্টারগুলির বেহাল দশার (ICDS Ccnter Bad Condition) ছবি। এবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুরের (Baruipur) মল্লিকপুর গ্রাম (Mallikpur village of Baruipur) পঞ্চায়েতের অন্তর্গত ফরিদপুর আইসিডিএস সেন্টারের বেহাল ছবি ধরা পরল। বেশির ভাগ সময় দেখা গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হচ্ছে, কখনও খোলা আকাশের নিচে চলছে পঠন-পাঠন, আবার কখনও খাবারে মিলছে টিকটিকি। ছোট ছোট শিশু ও তাঁর মায়েদের স্বাস্থ্যের কথা ভেবেই এই সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি তৈরি করা হয়। কিন্তু এখানে হচ্ছে উল্টোটাই।
আরও পড়ুন: বিদ্যুৎ নেই, শওকতের কাছে অভিযোগ গ্রামের মহিলাদের
আইসিডিএস স্কুলে ঢোকার সময় মনে হতেই পারে এটা কোন শাসক দলের পার্টি অফিস। আইসিডিএস সেন্টারের নামের পাশেই জ্বলজ্বল করছে শাসক দলের জোড়া ফুলের প্রতীক চিহ্ন। ভিতরে দুটি ঘর রয়েছে, ঘরের মধ্যে পাখা থাকলেও নেই কোন আলোর ব্যবস্থা। তাই ঘরের ভিতরটা প্রায় অন্ধকার বললেই চলে। তারপর আইসিডিএস সেন্টারের রান্নাঘরে উনুন আছে কিন্তু নেই কোন চাল। খোলা আকাশের নিচেই রান্না করতে হয় আইসিডিএস কর্মীদের। যে কোন মুহূর্তেই রান্না হওয়ার সময় খাবারের মধ্যে বিষাক্ত কিছু পড়ার সম্ভাবনা আছে। দীর্ঘ ৬ মাস ধরে খোলা আকাশের নিচে রান্না হচ্ছে স্থানীয় সদস্য থেকে পঞ্চায়েতে জানিয়েও হয়নি কোন সুরাহা। অভিযোগ, আইসিডিএস সেন্টারের কর্মীদের। ধূলো বালির মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে রান্নার কাজ। যে আইসিডিএস সেন্টারের খাবার ছোট ছোট শিশু থেকে গর্ভবতীরা খায়, সেই খাবার তৈরি ঘরের এই দুর্দশা কবে ঘুচবে তা নিয়েই উঠছে প্রশ্ন।
অন্য খবর দেখুন