বেলডাঙা: শনিবার বীরভূমের মাড়গ্রামের বাহিরগোড়া গ্রামে হানা দিয়ে ২০টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। সেইসঙ্গে উদ্ধার হয়েছে বোমা তৈরির বিভিন্ন উপকরণ। ঘটনায় গ্রাম পঞ্চায়েতের একজন প্রার্থী সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে অভিযান চালায় মাড়গ্রাম থানার পুলিশ। এই ঘটনায় একজন কংগ্রেস প্রার্থী সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, একটি বাড়ির মধ্যে বোমা বাঁধার কাজ চলছিল। সেই সময় অভিযান চালিয়ে বাড়ির মালিকসহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। বাড়িটিকে সিল করে দিয়েছে মাড়গ্রাম থানার পুলিশ।
বেলডাঙায় বোমা বিস্ফোরণেমৃত্যু হল আলিম শেখ নামে এক ব্যক্তির। জানা গিয়েছে, শনিবার সকালে মোয়াজ্জেমপুর এলাকার একটি ফাঁকা এলাকায় বোমা বাঁধছিল কয়েকজন দুষ্কৃতী। সেই সময় হঠাৎ করেই বিস্ফোরণ হয় বেল জানা গিয়েছিল। এলাকার লোকজন বিকট শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ছুটে আসে বেলডাঙা থানার পুলিশ। এরপরই রক্তাক্ত অবস্থায় আলিমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলিম শেখ বেলডাঙার কাপাসডাঙা এলাকার বাসিন্দা। ভোটের সময় এলাকায় সন্ত্রাস করার উদ্যেশে ওই বোমা তৈরি হচ্ছিল বলে মনে করছে এলাকাবাসীরা।
উল্লেখ্য, আসন্ন পঞ্চায়েতের মনোনয়ন পর্বে এখনও পর্যন্ত প্রায় ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মনোনয়নকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙর, ক্য়ানিং সহ চোপড়া এলাকায়। কিন্তু সেই রেশ যেন কাটতেই চাইছে না। এদিনের ঘটনা ফের একবার প্রমাণ করল। ইতিমধ্যে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করেছে। বিভিন্ন এলাকায়