ব্যারাকপুর: সোমবার ভয়াবহ বিস্ফোরণে (Blast) কেঁপে উঠল টিটাগড়(Titagarh)। টিটাগড়ের বাঁশ বাগান এলাকার একটি বহুতলে বিস্ফোরণের (Blast) ঘটনা ঘটে। সোমবার সকালের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বিস্ফোরণের (Blast) তীব্রতায় উড়ে যায় ছাদের একাংশ। দেওয়ালের একাংশ উড়ে গিয়ে পড়ে পাশের বাড়ির টালির চালে । জখম হন কয়েক জন বাসিন্দাও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এই ঘটনায় তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডল-সহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ (Investigation) করে আসল ঘটনা জানতে চাইছে পুলিশ।
জানা গিয়েছে, টিটাগড় (Titagarh) বাজারের পাশে জনবহুল এলাকায় রয়েছে ওই আবাসনটি। সোমবার সকালে হঠাৎ ওই ফ্ল্যাটের পাঁচ তলা থেকে বিস্ফোরণের (Blast) শব্দ শোনা যায়। বিস্ফোরণের পর কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। স্থানীয় সূত্রের খবর, যে ফ্ল্যাট থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়, সেটি টিটাগড়ের ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডলের।আবাসনের প্রোমোটারের দাবি, ফ্ল্যাটটি জবরদখল করে রেখেছিলেন কাউন্সিলর। যদিও এই অভিযোগ মানেননি আরমান।
আরও পড়ুন: হায়দরাবাদে বিস্ফোরণের ছক আইসিস জঙ্গিদের
পুলিশের প্রাথমিক অনুমান, আবাসনের ওই ফ্ল্যাটে মজুত করা হয়েছিল বোমা । সেই বোমা থেকেই বিস্ফোরণ (Blast) বলে মনে করা হচ্ছে । তবে, কে বা কারা সেখানে বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা । পুলিশ সূত্রে খবর, টিটাগড় থানার পুলিশ তৃণমূল কাউন্সিলরকে ডেকে পাঠায়। এরপর পুলিশ দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন। কথায় অসঙ্গতি মেলায় তৃণমূল কাউন্সিলর সহ ২ জনকে গ্রেফতার করেছে টিটাগড় (Titagarh) থানার পুলিশ। ধৃত আরও দুই ব্যক্তির নাম মোঃ শাহরুখ ও আরশাদ খান।
দেখুন অন্য খবর: