কলকাতা: ব্যক্তিগত কারণে মঙ্গলবার ইস্তফা দিলেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত৷ তাঁর জায়গায় নতুন অ্যাডভোকেট জেনারেল হলেন গোপাল মুখোপ্যাধ্যায়৷ তিনি ১৯৮৬ সালে কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসাবে যোগ দেন৷ মূলত কর্পোরেট মামলা লড়তেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি সত্যব্রত মুখোপাধ্যায়ের(জুলু বাবু) পুত্র গোপাল মুখোপাধ্যায়৷
তবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে নন্দীগ্রাম মামলাও তিনি লড়েছিলেন৷ সেই গোপাল মুখোপাধ্যায় ওরফে এসএন মুখোপাধ্যায় অ্যাডভোকেট জেনারেলের দায়িত্ব পাওয়ার পর কলকাতা টিভি ডিজিটালের কাছে মুখ খুললেন৷ আগামিদিনে কীভাবে দায়িত্ব সামলাবেন,পূর্ববর্তী রাজনৈতিক অভিজ্ঞতা ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি৷ এটাও নজিরবিহীন যে, সাধারণত কোনও অ্যাডভোকেট জেনারেল সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলেন না৷ সেই জায়গায় দাঁড়িয়ে, দায়িত্ব সামলাতে রাজনৈতিক অভিজ্ঞাকে কাজে লাগানো ইচ্ছা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহালমহল৷ গোপালবাবুর গোটা বক্তব্য শুনতে নীচের লিঙ্কে ক্লিক করুন–