কলকাতা: মনে আছে মনুয়া মজুমদারকে (Manuya Mazumdar)? শুক্রবার বর্ধমানে (Bardhaman) মেলার মাঠে মনুয়া নৃত্য (Dance) পরিবেশন করেন। তাঁর নাচের শৈলী দেখে মুগ্ধ সাধারণ মানুষ। সংশোধনাগারের ম্যাগাজিনের সম্পাদনাও তাঁর কাঁধে। সবাই বাহবা দিচ্ছেন।
অশোকনগরে প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিনি। ২০২১ সাল থেকে তাঁর ঠিকিনা বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার। সেখানে শ্যামা নৃত্যনাট্যে তাঁর নাচ মুগ্ধ করেছে বর্ধমানবাসীকে।
আরও পড়ুন: বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে
২০১৭ সালে অশোকনগরে স্বামীকে খুনে গ্রেফতার করা হয়েছিল মনুয়াকে। ২০১৯ সালে তাঁকে যাবজ্জীবন সাজা দেয় বারাসাত আদালত। একাধিক সংশোধনাগার পেরিয়ে ২০২১ সালে মনুয়াকে আনা হয় বর্ধমান জেলে। আগুনের পরশমণি, আলোকের ঝর্ণাধারা সহ একাধিক গানে তাঁর নাচ মুগ্ধ করেছে। তাঁর নাচের প্রশিক্ষক মেহবুবব হাসান জানান, মনুয়া সব দিক থেকে এগিয়ে থাকা একজন ছাত্রী। ওর মধ্যে নৃত্যশিল্পী হয়ে ওঠার সবরকম সম্ভাবনা আছে।
আরও খবর দেখুন