হুগলী: গত এক সপ্তাহ ধরে জলের তলায় তারকেশ্বরের চাঁপাডাঙ্গা এবং নস্করপুর গ্রামের ৫০ থেকে ৬০টি পরিবার। প্রশাসনকে একাধিক বার জানিয়েও মিলছে না সুরাহা। ওই এলাকায় বাস পঞ্চাশ থেকে ষাটটি পরিবারের। এক সপ্তাহে জলের তলায় গোটা এলাকা। স্থানীয় প্রশাসনের অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। কিন্ত প্রশাসন এর কোনও ভ্রূক্ষেপ নেই।
তারকেশ্বর ব্লকের চাঁপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এবং তালপুর গ্রাম পঞ্চায়েতের চাঁপাডাঙ্গা এবং নস্করপুর এই দুটি গ্রামের প্রায় ৫০-৬০ টি পরিবার থাকে। দশ দিন আগে দু তিন দিনের বৃষ্টির জল জমে। এখন রাস্তা ঘাট জলমগ্ন পাশাপাশি বাড়ির ভিতরেও ঢুকেছে জল এমনকি শোওয়ার ঘর থেকে রান্না ঘর গত সাত দিন ধরে হয়ে রয়েছে জলমগ্ন। জমা জলে চরম নাজেহাল অবস্থার এলাকার বাসিন্দারা।অভিযোগ, বারবার প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা মেলেনি। অভিযোগ এই এলাকার বেশির ভাগ পরিবার বাম মনস্ক সম্পন্ন হওয়ার কারণেই কোনও সুরাহা মিলছে না বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের।
আরও পড়ুন: দলত্যাগী প্রাক্তন বিধায়কের বুথেই বিজেপির হার
গত এক সপ্তাহ ধরে ডেঙ্গি থেকে বিষাক্ত পোকামাকড় এবং সাপের ভয়ে বিনিদ্র রাত কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা পাশপাশি দেখা দিয়েছে পানীয় জলের অভাব।এমনকি বাড়ির পোষ্যদের চোখেও আতঙ্কের ছাপ।
যদিও এ বিষয়ে চাঁপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রভাত চট্টোপাধ্যায় জানান, ওই এলাকা থেকে কোনও লিখিত অভিযোগ আসেনি,মৌখিক ভাবে কয়েক জন জানানোর পর দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার রঙ দেখে না।সরকার সবার ক্ষত্রেই সমান।