জলপাইগুড়ি: জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে গিয়ে বাড়িতে হানা হাতির (Elephants Attack)। ঘরের বেড়া ভেঙে মজুদ চাল নষ্ট করল হাতি। রবিবার রাতে ঘটনাটি ঘটে মেটেলি ব্লকের বাতাবাড়ি চা বাগানের সোমা লাইন এলাকায়। ঘটনায় গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। জানা যায় রবিবার রাতে সংলগ্ন খরিয়ার বন্দর জঙ্গল থেকে একটি হাতি বের হয়ে আসে ওই এলাকায়। হাতিটি এলাকার একটি ঘরের বেড়া ভেঙে মজুদ চালসহ যাবতীয় খাদ্যদ্রব্য নষ্ট করে। পরে স্থানীয় বাসিন্দাদের চিৎকারে হাতিটি ফের জঙ্গলে চলে যায়। এদিন সকালে খবর পেয়ে এলাকায় পৌঁছান পঞ্চায়েত সদস্য সুজিত বারলা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সাহায্যের আশ্বাস দেন তিনি।
আরও পড়ুন: আন্দোলনের ডাক সর্বভারতীয় তফসিলি জাতি ও উপজাতির
রবিবার পশ্চিম বাতাবাড়ি এলাকায়ও হাতির হানায় ধানখেত ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে রাতেই এলাকায় খুনিয়া স্কোয়াডের কর্মীরা গিয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় হাতিটিকে বাতাবাড়ি চা বাগান হয়ে ফের খরিয়ার বন্দর জঙ্গলে ফেরৎ পাঠান। বেশ কয়েকদিন বৈকুন্ঠপুর জঙ্গল থেকে লোকালয় বেরিয়ে এসেছে দুটি হাতি। তিস্তা নদীর পার ধরে লোকালয়ের দিকে গিয়েছে তারা। তারপরই হাসপাতাল সংলগ্ন এলাকায় শুরু হয় তাণ্ডব। ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
আরও অন্য খবর দেখুন