কলকাতা: ইতিমধ্যেই দু’দফায় নির্বাচন হয়ে গেছে দেশ জুড়ে। আগামীকাল তৃতীয় দফার নির্বাচন। এই আবহেই আগামী দফার নির্বাচনে সোশ্যাল মিডিয়ায় প্রচারে রাজনৈতিক দলগুলির উদ্দেশ্যে নিজেদের দায়বদ্ধতা ও নৈতিকতা মেনে চলতে সতর্কবার্তা দিল নির্বাচন কমিশন (Election Commission)। নির্বাচনী প্রচারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর প্রযুক্তির অপব্যবহার এবং ভুল তথ্য পরিবেশনে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হল রাজনৈতিক দল ও প্রার্থীদের। এই নির্দেশের তিন ঘন্টার মধ্যে রাজনৈতিক দলগুলিকে সোশ্যাল মিডিয়ায় ভুল কোনও তথ্য থাকলে তা সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে কমিশন।
আরও পড়ুন: মমতার দিদিগিরি বরদাস্ত করব না, কলকাতায় ফিরেই হুঙ্কার রাজ্যপালের
উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার হতে চলেছে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার (Loksabha Elections 2024 3rd phase) ভোটগ্রহণ। লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় বাংলার চারটি লোকসভা কেন্দ্রে ভোট হবে। ভোটাররা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের মতামত প্রকাশের সুযোগ পান তার জন্য তৎপর কমিশন। রাজ্যে লোকসভা নির্বাচনের জন্য বর্তমানে ৫৯৬ কোম্পানি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স রয়েছে। তার মধ্যে ৪০৬ কোম্পানিকে মোতায়েন করা হবে নির্বাচন সংক্রান্ত নিরাপত্তার কাজে। আর বাকি কোম্পানিগুলোকে রিজার্ভে ও স্ট্রংরুমগুলির নিরাপত্তার দায়িত্বে রাখা হবে। যে ৪০৬টি কোম্পানি বাহিনীকে নিরাপত্তার দায়িত্বে রাখা হচ্ছে তার মধ্যে ২৫৬টি বাহিনীকে চারটি লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ কেন্দ্রে মোতায়েন করা হবে। আর বাকি বাহিনীগুলিকে কুইক রেসপন্স টিমের অংশ হিসেবে মোতায়েন রাখা হবে।
আরও খবর দেখুন