কলকাতা: আগামী ৭মে তৃতীয় দফায়, তার আগেই মালদহ-মুর্শিদাবাদে IC-OC-কে সরাল নির্বাচন কমিশন (Election Commission)। মালদহের হবিবপুর থানার (Habibpur Police Station) আইসি ও মুর্শিদাবাদের রানিতলা থানার (Ranitala Police Station) ওসিকে সরিয়ে দিল কমিশন। শনিবার রানিতলা থানার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাসকে সরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হয়। আর রবিবার মালদহের হবিবপুর থানার আইসি দেবব্রত চক্রবর্তীকে সরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হয় কমিশনের পক্ষ থেকে। এই দুই থানার জন্য বিকল্প অফিসারের নামও চাওয়া হয়েছে।
আরও পড়ুন: ঝড় আসছে ৫০-৬০ কিমি বেগে, সঙ্গে বৃষ্টি!
উল্লেখ্য, সম্প্রতি হবিবপুরের আইসি দেবব্রত চক্রবর্তীর একটি ফোন কল ভাইরাল হয়। স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধানকে ফোন করে তিনি মহিষ পাচার নিয়ে কথা বলছিলেন। ভাইরাল অডিয়োর ভিত্তিতে মালদহ উত্তরের (Maldah Uttar) বিজেপি প্রার্থী খগেন মুর্মু নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেন আইসি দেবব্রত চক্রবর্তীর বিরুদ্ধে।
হবিবপুরের ওই আইসি মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী (TMC Candidate) অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করছেন বলে অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী। বিজেপির সেই অভিযোগের ভিত্তিতেই রবিবার পদক্ষেপ করল নির্বাচন কমিশন (Election Commission Of India)। ভোটের মাত্র ৪৮ ঘণ্টা আগে হবিবপুর থানার আইসি দেবব্রত চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হল।
আরও খবর দেখুন