উত্তর ২৪ পরগনা: ফের রাজ্যে শিশু কন্যা ধর্ষণের অভিযোগ! ঘটনায় গ্রেফতার এক প্রৌঢ়!
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা বসিরহাট মহাকুমার হাড়োয়া পিএস গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মালিপাড়ায়। জানা যাচ্ছে, প্রতিবেশী প্রৌঢ় শেখ শফিক আলী বয়স ৪৭, বছর ৭-এর শিশু কন্যাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। জানা যায়, ওই প্রৌঢ় সম্পর্কে সেই নাবালিকার দাদু।
আরও পড়ুন: অচলাবস্থা কাটাতে যাদবপুরে রাত পর্যন্ত মিটিং, ক্যাম্পাসে কেন পুলিশ? উঠল প্রশ্ন
যদিও ওই প্রৌঢ়ের দাবি পারিবারিক শত্রুতার দরুন তাকে ফাঁসানো হচ্ছে। তিনি জানান, পারাবারিক সম্পতি নিয়ে একটি ঝামেলা রয়েছে। তাই সেই ইস্যুকেই সামনে রেখে এবার তার বিরুদ্ধে নাবালিকা ধর্ষণের অভিযোগ আনা হচ্ছে বলে তিনি দাবি করেন। তিনি জানান, তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগের বিরুদ্ধে তিনি আইনের আশ্রয় নেবেন। তবে আপাতত নাবালিকার পরিবারের অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে ওই প্রৌঢ়কে।
দেখুন অন্য খবর