কলকাতা: শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধে লুকআউট নোটিস ইডির। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে বেশ কয়েকটি সমনের নির্দেশ এড়িয়ে গিয়েছেন সিরাজউদ্দিন। এই অবস্থায় সিরাজউদ্দিন দেশ পালাতে পারেন বলে আশঙ্কা করছে ইডি। সেই সূত্রে লুকআউট নোটিস জারি করে সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সীমান্ত ফাঁড়িগুলিতে সতর্কবার্তা পাঠিয়েছে ইডি।
অভিবাসন দফতরকে সিরাজউদ্দিনের ছবিসহ গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য পাঠানো হয়েছে। অন্যদিকে শাহজাহানের আরেক ভাই শেখ আলমগীরকে হেফাজতে নিয়েছে ইডি। আলমগীরকে সিবিআই আগে গ্রেফতার করেছিল।
প্রসঙ্গত, সন্দেশখালিতে সিরাজুদ্দিনের বিরুদ্ধে অন্যের কৃষি জমি জবরদখল করে মাছ চাষের অভিযোগে বিক্ষোভ হয়েছিল। সেই বিক্ষোভের জেরে ভেড়ি সংলগ্ন সিরাজউদ্দিনের কাঁচা বাড়ি ধ্বংস হয়।
আরও পড়ুন: চাকরি পিছু ১৫ লক্ষ টাকা নেওয়া হয় বাংলায়, দাবি শাহের
দেখুন আরও অন্যান্য খবর: