কলকাতা:নিউ আলিপুরের লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে তল্লাশি চালিয়ে ইডি অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্য়ায়ের দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট বাজেয়াপ্ত করেছে। ইডি সূত্রের খবর, একটি বেসরকারি ব্যাঙ্কের মধ্য কলকাতার শাখায় রুজিরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। প্রায় ১৪২ পাতার স্টেটমেন্ট ইডি বাজেয়াপ্ত করে । এছাড়া আরও বেশকিছু ডিজিচাল নথিও প্রায় ১৮ ঘণ্টার হানায় উদ্ধার করা হয়েছে। ওই অফিসের তিনটি ডেস্কটপের নথি খতিয়ে দেখে দু’টি কম্পিউটারের হার্ড ডিস্কও বাজেয়াপ্ত করে ইডি।
এদিকে শুক্রবারই ইডি আধিকারিকদের বিরুদ্ধে কলকাতা পুলিশের সাইবার থানায় অভিযোগ জানিয়েছেন লিপস অ্যান্ড বাউন্ডসের কর্মী চন্দন বন্দ্যোপাধ্যায়। তিনি ইডির ওই তল্লাশির সময় অফিসে হাজির ছিলেন। তাঁর অভিযোগ, ইডি যে আধিকারিকরা অভিযানে এসেছিলেন তাঁরা অফিসের কম্পিউটারগুলিতে ১৬ টি ফাইল ডাউনলোড করেন। সেইগুলি কোনওভাবে লিপস অ্যান্ড বাউন্ডসের সঙ্গে যুক্ত নয়। চন্দন পুলিশকে বিষয়টি খতিয়ে দেখতে বলেন। কলকাতা পুলিশ শনিবার লিপস্ অ্যান্ড বাউন্ডস সংস্থার দু’টি কম্পিউটার বাজেয়াপ্ত করে।
নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বাড়ি এবং অফিস থেকে উদ্ধার হওয়া নথির ভিত্তিতে ২১ অগাস্ট লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে তল্লাশি চালান ইডির গোয়েন্দারা। জানা গিয়েছে, লিপস অ্যান্ড বাউন্ডসের আগে ওই সংস্থার নাম ছিল অনিমেষ ট্রেড লিঙ্ক। সেই সংস্থার হাত বদলের পর নাম হয় লিপস অ্যান্ড বাউন্ডস। সেই কেনাবেচা সংক্রান্ত নথিও বাজেয়াপ্ত করেছে ইডি। ওই সংস্থার ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিভিন্ন লেনদেনর নথিও বাজেয়াপ্ত করা হয়েছে। তাদের হাতে এসেছে সংস্থার কর্মীদের প্রোফেশনাল ট্যাক্স সংক্রান্ত নথিও। সংস্থার বর্তমান এক ডিরেক্টরকে প্রাক্তন এক ডিরেক্টর বেশ কিছু স্থাবর সম্পত্তি দান করছেন সেই সংক্রান্ত দলিলও উদ্ধার হয়েছে ওই তল্লাশিতে। সংস্থার একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি এবং স্টেটমেন্টও বাজেয়াপ্ত করা হয়েছে।