কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার প্রসন্ন রায়ের ফ্ল্যাটে সহ অফিসে তল্লাশি চালিয়ে একাধিক দলিল উদ্ধার করল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বেশিরভাগ দলিল বেনামি। প্রসন্নর কর্মচারীদের নামে এই দলিল বলে জানা গিয়েছে। প্রশ্ন উঠেছে, যে সমস্ত কর্মচারীদের বেতন ১৫ থেকে ২০ হাজার টাকা তাঁদের নামে এতো দলিল কী করে এল? ইডি সূত্রে খবর, এই প্রশ্নের উত্তর খুঁজতে সেইসব কর্মচারীদের জিজ্ঞাসাবাদের জন্য তালিকা তৈরি করছেন তদন্তাকারীরা। পাশাপাশি উদ্ধার হয়েছে প্রচুর এডিএম কার্ডও।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ মিডিল ম্যান প্রসন্ন রায়কে গ্রেফতার করে ইডি। দীর্ঘদিন জেলে থাকার পর কয়েকদিন আগেই তিনি জামিনে মুক্ত হন। ইডি সূত্রে খবর, জেলে থাকা অবস্থায় বেশকিছু জমি বিক্রি করেছেন প্রসন্ন। কীভাবে তা হল, কে বা কাদের দ্বারা জমি বিক্রি হয়েছে, তা তদন্ত করে দেখছে কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা।
আরও পড়ুন: সোমবার স্কুল-কলেজে ছুটি চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি সুকান্তর
এদিকে এসএসসি মামলায় গাজিয়াবাদ থেকে যে হার্ড ডিস্ক উদ্ধার করার কথা সিবিআই বলেছে, তা আদালতে পেশ করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রসিদির বিশেষ ডিভিশন বেঞ্চ জানায়, আগামী পাঁচ দিনের মধ্যে ওই নথি আদালতে জমা দিতে হবে সিবিআইকে। মামলার পরবর্তী শুনানি হবে ২৪ জানুয়ারি।
দেখুন আরও অন্যান্য খবর: