কলকাতা: লিপস অ্যান্ড বাউন্ডসের (Leaps And Bounds) কম্পিউটারের ডাউনলোড করা ১৬টি ফাইল নিয়ে বিচারপতি অমৃতা সিনহার দ্বারস্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। বৃহস্পতিবার কলকাতা পুলিশের (Kolkata Police) বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন ইডি আধিকারিকরা। তাঁদের বক্তব্য, জেনারেল ডায়েরির ভিত্তিতে ইডি আধিকারিকদের বারবার ডেকে পাঠাচ্ছে কলকাতা পুলিশ। বিভিন্ন প্রশ্নের উত্তর জানার নামে হয়রানি করছে বলে অভিযোগ।
এর আগে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে লিখিত প্রতিশ্রুতি দিয়েছিল ইডি। আদালতে ইডি আরও জানায়, এই ১৬টি ফাইল তদন্তের কোথাও ব্যবহার করা হবে না। কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়নি। তার পরেও এই হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। আবেদনপত্র দাখিল করার অনুমতি দিল আদালত। আজই এই মামলার শুনানি।
আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গঠিত হল নয়া অ্যান্টি ব়্যাগিং কমিটি
প্রসঙ্গত, মঙ্গলবারই ১৬ টি ফাইল সংক্রান্ত একটি রিপোর্ট মুখবন্ধ খামে হাইকোর্টে জমা করে কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি। সূত্রের খবর, ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হস্টেল সংক্রান্ত বিভিন্ন তথ্য রয়েছে ১৬টি ফাইলে। প্রাথমিকভাবে ৬ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে একটি রিপোর্ট জমা করেছিল কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি টিম।