দুর্গাপুর: বিজেপি (BJP) নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। অল্পের জন্য রক্ষা পান তিনি। ওই নেতার নাম অতুল বাগদি। বৃহস্পতিবার রাতের এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরের ট্রাঙ্ক রোডের কাছে। অভিযোগের আঙুল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূল নেতৃত্বের।
অতুল বাগদি বিজেপির এক নম্বর মন্ডলের ভাইস প্রেসিডেন্ট। ঘটনার সূত্রপাত রাত্রি দুটো বেজে কুড়ি মিনিট নাগাদ। অভিযোগ ভোলা পাসওয়ান নামে ওই তৃণমূল কর্মী প্রথমে এলোপাথাড়ি গাড়ি চালাতে শুরু করে। খবর পেয়ে অতুল বাগদি নামে এই বিজেপি নেতা বাড়ি থেকে ছুটে আসে বেনাচিতি বাজার সংলগ্ন ট্রাঙ্ক রোডের কাছে। অভিযোগ, ঠিক তখনই ভোলা পাসওয়ান নামে ওই তৃণমূল কর্মী ও তার দলবল অতুলকে লক্ষ্য করে গুলি চালায়, অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। এরই মধ্যে এই বিজেপি নেতা নিজের ফেসবুক প্রোফাইলে পুরো ঘটনা আপলোড করে দেয়। যাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুরে। ছুটে আসে এজোন ফাঁড়ির পুলিশ। সামনের একটি দোকানের সিসি টিভি ফুটেজ দেখে পুলিশ তদন্তকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। এই ঘটনার প্রতিবাদে আর সন্ত্রাস মুক্ত ভোট করার দাবিতে শুক্রবার সকালে প্রতিবাদ কর্মসূচি নেয় বিজেপি কর্মীরা।
আরও পড়ুন শনিবার পর্যন্ত চরম তাপপ্রবাহের সতর্কবার্তা
আরও খবর দেখুন