দুর্গাপূজা স্রেফ ধর্মীয় উৎসব নয়। বরং এটাই সবচেয়ে অসাম্প্রদায়িক উৎসব। এক পুজো কমিটির মামলায় শুক্রবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য শুক্রবার এমনই অভিমত দিলেন। সেই সঙ্গে পুজোর অনুমতি দেওয়ার নির্দেশও জারি হয়েছে।
নিউ টাউন মেলা গ্রাউন্ডে মানবজাতি কল্যাণ ফাউন্ডেশন পূজোর অনুমতি চেয়ে ব্যর্থ হয়। তাদের বক্তব্য, ওই মাঠে হামেশাই নানান মেলা, সাংস্কৃতিক উৎসব ইত্যাদি হয়। কিন্তু যেসব যুক্তিতে প্রশাসন তাদের অনুমতি দিতে অস্বীকার করছে, সেগুলি নেহাতই অযৌক্তিক।
আরও পড়ুন: কাশীপুরের পুলিশ আবাসনে ট্রাফিক সার্জেন্টের দেহ উদ্ধার
এই পরিপ্রেক্ষিতে আদালত বলেছে, ওই জায়গাটি রাস্তা, ফুটপাথ বা খেলার মাঠ নয়। বরং মেলার জন্য চিহ্নিত। সেখানে মেলা করলে যদি সমস্যা না হয়, তাহলে দুর্গাপূজা উৎসবে আপত্তি কেন? এই সব ক্ষেত্রেই তো প্রচুর মানুষের পদচিহ্ন সেখানে পড়ে। দ্বিতীয়ত, সারা রাজ্যের বহু জায়গাতেই অল্প দূরত্বের মধ্যে একাধিক পুজো হয়। তাই কাছাকাছি আরো পুজো হয় বলে মামলাকারীদের অনুমতি না দেওয়ার যুক্তিও গ্রহণযোগ্য নয়।