আসানসোল: এক নাগাড়ে ভারী বৃষ্টির জেরে ধসে গেল একাধিক বাড়ি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন সদস্যরা। রানিগঞ্জের মহাবীর কোলিয়ারি অঞ্চলের ডাঙ্গাল পাড়ায় ঘটে ঘটনাটি।
বিগত কয়েকদিন ধরে একনাগাড়ে ভারী বৃষ্টির জেরে শুক্রবার দু’দুটি মাটির বাড়ি ধসে যায়। আর ওই বাড়িতেই বসবাসকারী সদস্যরা অল্পের জন্যে প্রাণে বেঁচে যায়। বাড়ির মালিক গোবিন্দ বাউরি। স্থানীয় সূত্রে খবর তিনি একজন দিনমজুর। ঘটনার সময় গোবিন্দবাবুর স্ত্রী এবং তাঁর সন্তান খাওয়া দাওয়া সেরে শুয়েছিলেন। ঠিক সেই সময়ই গোবিন্দ বাবুর স্ত্রী লক্ষ করেন বাড়ির ছাদ থেকে অল্প অল্প মাটি খোসে পড়ছে। কোনও কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করেই বিকট শব্দে ধসে পরে তাঁদের বাড়ির একাংশ। ভয়ে চিৎকার শুরু করেন গোবিন্দবাবুর স্ত্রী এবং তাঁর সন্তান। সেই চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাঁদের উদ্ধার করে স্থানীয় প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়।
আরও পড়ুন: উদ্বোধনী অনুষ্ঠানে মোদির সামনে জ্বলজ্বল করছে নেমপ্লেটে ভারত লেখা
একই সঙ্গে ওই অঞ্চলেরই অপর এক স্থানীয় বাসিন্দা ইলু বাউরি জানিয়েছেন, বৃষ্টির কারণে তাঁদের বাড়িও ধসে গেছে। সমবেত ভাবে তাঁরা স্থানীয় শাসক দলের কাউন্সিলার রূপেশ যাদবের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাঁরা জানান, ভোটের সময় প্রতিশ্রুতি পাওয়া গেলেও বর্ষায় সামান্য ত্রিপল বা প্লাস্টিক চেয়েও পাওয়া যায় না। গতকাল তাঁদের বাড়িও ধসে জীবন হানির সম্ভাবনা দেখা দিয়েছিল। এখন তাঁরা আর ত্রিপল চাইছেন না। তার বদলে সরকারি আওতায় এনে দ্রুত তাঁদের নতুন বাড়ি তৈরি করে দেওয়ার দাবি জানিয়েছেন।