কলকাতা: দুয়ারে সরকারে রাজ্যের ১ কোটি মানুষের আবেদন সম্পূর্ণ হয়েছে। মঙ্গলবার নবান্ন সূত্রে খবর, প্রথম পর্বে ১৮ দিনে ১ কোটি রেজিস্ট্রেশন হয়েছিল। এবার মাত্র ৮ দিনে ১ কোটি রেজিস্ট্রেশন করা হয়েছে। এর থেকেই প্রমাণিত দুয়ারে সরকার প্রকল্পে রাজ্যে ব্যাপক সাড়া মিলেছে।
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ঐকান্তিক উদ্যোগে রাজ্য সরকারের
জনপ্রিয় ও জনকল্যাণমুখী উদ্যোগ- দুয়ারে সরকার-এর নবপর্যায়ে মাত্র ১ সপ্তাহে ১কোটির ও বেশী রাজ্যবাসী ইতিমধ্যেই নথিভুক্ত হয়েছেন রাজ্যজুড়ে বিভিন্ন ক্যাম্পে। pic.twitter.com/H7N6Yb71pL— Egiye Bangla (@egiye_bangla) August 24, 2021
সূত্রের খবর, দুয়ারে সরকার ক্যাম্পে ২৩ অগস্ট রাত ৮টা পর্যন্ত ৯৭ লক্ষ ৭৯ হাজার ৬৫৬ জন এসেছেন। সোমবার ২ হাজার ১৮৩ শিবিরে ১৭ লাখ ২৪ হাজার ১৩১ জন বিভিন্ন কাজে এসেছিলেন। গত ৮ দিনে সবচেয়ে বেশি উপভোক্তা এসেছেন দক্ষিন ২৪ পরগনার শিবিরগুলিতে। সেখানে ১২ লক্ষ ৮ হাজার ৮৬৫ জন এসেছেন৷ কিন্তু, সবচেয়ে কম উপস্থিতি কালিম্পঙে। সেখানে সংখ্যাটা মাত্র ২২ হাজার ৫২২ জন।
আরও পড়ুন- তালিবান প্রশ্নে চুপ কেন মুসলিম ল-বোর্ড, জাভেদের টুইটে তোলপাড় নেটপাড়া
তবে,দুয়ারে সরকারের ক্যাম্প নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক অভিযোগ আসছে। এই ক্যাম্প ঠিকভাবে পরিচালনা করতে রাজ্য সরকার গত জুলাই মাসে অ্যাপেক্স কমিটি গঠন করে। রাজ্যের মুখ্যসচিব নিজেই অ্যাপেক্স কমিটির নেতৃত্বে৷ এছাড়াও, জেলা-কলকাতা-রাজ্য স্তরে তিনটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। অ্যাপেক্স কমিটির অধীনে এই টাস্ক ফোর্সগুলি কাজ করবে।
আরও পড়ুন- চটপট বাড়িতে বানিয়ে ফেলুন চিকেন মিটবলস
অব্যবস্থার ছবি ধরা পড়ল দুয়ারে সরকার ক্যাম্পে। হুগলির খানাকুলের ঘটনা। শনিবার সকালে ক্যাম্পের গেট খুলতেই গ্রাহকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ধাক্কাধাক্কি-ঠেলাঠেলি করে ক্যাম্পের ভিতরে ঢুকতে দেখা যায় বেশ কয়েকজনকে। আর এতেই চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছে বলে খবর।
আরও পড়ুন- অর্থনীতির চাকা ঘোরাতে আফগানিস্তান সেন্ট্রাল ব্যাঙ্কের দখল নিল তালিবান
দুয়ারে সরকারে এই দুর্ভোগের ছবি দেখা গেল জলপাইগুড়ি পাতকাটা স্কুলে।রাতভর বৃষ্টির জেরে জল কাদায় ভর্তি হয়ে গিয়েছে স্কুল চত্ত্বর। সেই জল-কাদা পেরিয়েই কাতারে কাতারে মানুষের ভীড় দুয়ারে সরকারের ফর্ম ফিলাপ। কারণ, সময় থাকতে থাকতে নিয়ে নিতে হবে সরকারি সুযোগ সুবিধা।