বক্সা: রামচন্দ্রের সেতু বন্ধনে তাদের অসামান্য ভূমিকা ছিল বলে রামায়ণে আছে। খোদ রামও তাদের খাটো করে দেখেননি। চেহারায় ছোটখাট হলেও দুষ্টুমিতে তাদের জুড়ি মেলা ভার। নিমেষে বাগানের ফলপাকুর নিঃশেষ করে ফেলায় তারা ওস্তাদ। অত্যন্ত সচতুর তাদের চালচলন। তারা কাঠবিড়ালি। কবির ছন্দেও তাদের পেয়ারা খাওয়ার পদ্য এখনও শিশুদের মুখে-মুখে ঘোরে। কিন্তু পৃথিবীর সব থেকে বড় কাঠবিড়ালি কোথায় আছে জানেন? বেশি দূর নয় এরাজ্যেরই বক্সার জঙ্গলে দেখা গেল সেই বিশেষ প্রজাতির কাঠবিড়ালিকে।
জীব বৈচিত্র্যের দিক থেকে ভারত বিশ্বের অন্যতম একটি দেশ। নানান ধরনের উদ্ভিদ ও প্রাণীর দেখা মেলে এ দেশে। সম্প্রতি ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসেসের এক আধিকারিক এক্স সোশ্যাল মিডিয়ায় বক্সার জঙ্গলে তোলা একটি ছবি পোস্ট করেছেন। আর তা নিয়ে হইচই পড়ে গিয়েছে নেট নাগরিকদের মধ্যে। তিনি ছবিটির পাদটিকায় লিখেছেন, ‘পৃথিবীর বৃহত্তম কাঠবিড়ালি,বক্সা।’ এই প্রজাতির নাম কী, নেট দুনিয়ায় তার উত্তর জানতে চেয়েছেন ওই অফিসার।
আরও পড়ুন: জন্মদিনে চতুর্থ বিয়ে নিয়ে কী বললেন শ্রাবন্তী!
ছবির ক্যাপশনে তিনি লিখছেন, ” চিনতে পারলেন? ভারতে পাওয়া গেল বিশ্বের বৃহত্তম কাঠবিড়ালির প্রজাতি৷” ছবিতে দেখা যাচ্ছে, এক বড়সড় কাঠবিড়ালি গাছ বেয়ে উঠছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমিধ্যে এই ছবি ভাইরাল। সবজান্তা নেট নাগরিকরা সঙ্গে সঙ্গে মতামত দিতে শুরু করেছেন।
একজন লিখেছেন, ”এটি সত্যিই সুন্দর, কয়েক বছর আগে তিরুপতি ভ্রমণের সময় আমি দেখার সুযোগ পেয়েছিলাম। এই কাঠবিড়ালি মহারাষ্ট্র, কর্নাটক, গোয়া এবং পশ্চিমঘাট পর্বতের বিভিন্ন এলাকায় এটা দেখা যায়।” প্রজাতি হিসাবে কারও মতে মালাবার জায়ান্ট এবং অন্য একটি মত হল মালয় জায়ান্ট কাঠবিড়ালি এটি।
প্রজাতি যাই হোক, ছবিটি কচি থেকে পাকা মাথা পর্যন্ত চোখ ঘুরিয়ে দিয়েছে এ কথা বলতেই হয়।