কলকাতা: গড়িয়ায় দীনবন্ধু কলেজে (Dinabandhu Andrews College) তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। কলেজ ইউনিয়নের দখল নিয়ে দখল ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ। মন্ত্রী অরূপ বিশ্বাসের অনুগামীদের সঙ্গে বিধায়ক তথা কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবব্রত মজুমদারের ছেলে ও দলবলের বিবাদ চলে। পরে তা সংঘর্ষের আকার নেয়। এর জেরেই রণক্ষেত্রের চেহারা দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ। বচসায় আহত হয় ৬ জন। আহতদের প্রত্যেককেই এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ। কলেজের গেটে মোতায়েন রয়েছে পুলিশ।
অরূপ বিশ্বাসের অনুগামীদের দাবি, দেবব্রত মজুমদারের ছেলে তাঁর দলবল নিয়ে এসে প্রথমে হামলা চালান। প্রতিরোধ করতে গেলে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। যার জেরে রক্তারক্তি কাণ্ড বেধে যায়। মুহূর্তের মধ্যে লাঠিসোঁটা বেরিয়ে পড়ে। কলেজের সামনে বড় রাস্তার মধ্যেই তুমুল সংঘর্ষ হয় দুপক্ষের ভিতরে। আতঙ্কে কলেজের ছাত্রছাত্রীরা দৌড়াদৌড়ি শুরু করে দেন। পথচারীরাও আতঙ্কিত হয়ে পড়েন। গোলমালের জেরে বেশকিছু দোকানপাট বন্ধ হয়ে যায়। অবরুদ্ধ হয়ে পড়ে পাঁচ নম্বর ও ছ নম্বর বাসস্ট্যান্ড এলাকা। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। জানা গিয়েছে, মারপিটের ঘটনায় দু’পক্ষেরই ছাত্ররা গুরুতর জখম হয়েছেন।
আরও পড়ুন: ভিন রাজ্যে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, তদন্তের সিআইডি
এই বিষয়ে অরূপ অনুগামীদের দাবি, দেবব্রতবাবুর ছেলে দেবার্ক এই কলেজের প্রাক্তনী। তাঁরা দীর্ঘদিন ধরে কলেজে দাদাগিরি করেন। শুধু তাই নয় চলে র্যাগিংও। দেবার্কদের দাবি, অরূপ অনুগামীরাই তাঁদের উপর হামলা চালায়।