মঙ্গলবার বর্ধমানে দলীয় সভা থেকে কলকাতার উদ্দেশ্যে ফিরছিলেন তিনি। ফেরার পথে হঠাৎই গাড়ি থামিয়ে দাঁড়িয়ে যান দূর্গাপুর এক্সপ্রেস হাইওয়েতে। তখন সবে সন্ধ্যে নামছে। সূর্যাস্তের লালচে আভা ছড়িয়ে পড়েছে গোটা আকাশে। গাড়ি থেকে নেমে সেই মনোরম দৃশ্য মোবাইল ফোনে ফ্রেমবন্দী করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এর আগে দার্জিলিঙের পাহাড়ের দৃশ্য মুঠোফোন বন্দী করতে দেখা গিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়কে। সেই ছবি নিয়ে হইচই পড়েছিল যথেষ্ঠই। তাহলে কি এবার মমতা বন্দ্যেপাধ্যায়ের পথেই হাঁটলেন রাজ্য বিজেপি সভাপতি?
এদিন সেই ছবি নিজের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন দিলীপবাবু। ক্যাপশনে লিখেছেন, “কখনও কখনও সূর্যাস্তকেও উপভোগ করা প্রয়োজন। কারণ সূর্যাস্তের মধ্যেই সূর্যোদয় নিহীত থাকে।“
তবে সূর্যাস্তের পর এই সূর্যোদয় কি নতুনভাবে বিজেপির উত্থান এর ইঙ্গিত? এমনটাই কি বোঝাতে চাইছেন দিলীপবাবু? প্রশ্ন উঠছেই।
এদিকে মঙ্গলবার বর্ধমান শহরে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি। সেখানেই তাঁর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন জেলা বিজেপির নেতৃত্ব।