বর্ধমান: জাস্ট ট্রেলার দেখালাম, এতো আধি হ্যায়, পুরা ফিল্ম বাকি হ্যায়। বুধবার মনোনয়নপত্র দাখিল করার পর বললেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
বর্ণাঢ্য মিছিল করে মনোনয়ন জমা করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বুধবার দুপুরে বিজয় সঙ্কল্প যাত্রা নাম দিয়ে সুসজ্জিত মিছিল বের হয় হাজার চার হাজার কর্মী সমর্থক নিয়ে। বর্ধমানের জোড়ামন্দির থেকে জি টি রোড পরিক্রমা করে কার্জনগেট আসে এই বিশাল মিছিল। নানারকমের বেলুন, মোদী প্ল্যাকেড, ঢাক ও নৃত্যের তালে তালে এগিয়ে চলে এই মিছিল। হুড খোলা জিপে শহরের সাধারণ মানুষকে অভিবাদন জানাতে জানাতে জেলাশাসকের দফতরে হাজির হন দিলীপ ঘোষ। তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা, রাজ্য সাধারণ সম্পাদক লক্ষ্মণ ঘোরুই, জেলা সভাপতি অভিজিৎ তা সহ অন্যান্য জেলা নেতৃত্বরা। অবশেষে জেলাশাসক কে.রাধিকা.আইয়ারের কাছে নিজের মনোনয়ন পত্র জমা করেন দিলীপ ঘোষ।
আরও পড়ুন: মনোনয়ন জমা দিতে গিয়েও বিতর্কে জড়ালেন অধীর
এদিন দিলীপবাবু বলেন, বর্ধমান-দূর্গাপুর লোকসভার বিভিন্ন বিধানসভা এলাকা থেকে কর্মী-সমর্থকেরা এসেছে। রাস্তার দুদিকে সাধারণ মানুষ দাঁড়িয়ে আমায় আর্শিবাদ জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেন, হিন্দু শাস্ত্র মতে হোম করেছি এবং বাড়িতে মা যোগেশ্বর শিবের অভিষেকে করেছেন। তারপরেই আজ মনোনয়ন জমা দিলাম।
আরও খবর দেখুন