নামখানা: তিনটি মৌজার যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম মাত্র একটি কংক্রিটের সেতু(Congkrit Bridge)। পাতিবুনিয়া ও রাজনগর গ্রামের মানুষ থেকে শুরু করে মৌসুনি দ্বীপের মানুষজনের যাতায়াতের প্রধান রাস্তা এই গায়েন বাজার সেতু (Gayen Bazar Bridge)। প্রতিনিয়ত কয়েক হাজার মানুষের যাতায়াত এই সেতুটি দিয়ে। ছয় মাসের বেশি সময় ধরে বিপজ্জনক অবস্থায় রয়েছে সেতুটি। এই মুহূর্তে সেতুটির উপরে থাকা কংক্রিটের স্ল্যাবগুলিতে ফাটল ধরেছে। যে কোনও মুহূর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা।
পাতিবুনিয়া ও রাজনগর গ্রামের মানুষ জন থেকে শুরু করে মৌসুনি দ্বীপের মানুষ যাতায়াতের প্রধান রাস্তা এই গায়েন বাজার সেতু। এমনই পরিস্থিতি হয়ে রয়েছে দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গায়েন বাজার সেতুর। প্রতিনিয়ত কয়েক হাজার মানুষের যাতায়াত এই সেতুটি দিয়ে। প্রায় ছয় মাসের বেশি সময় ধরে বিপদজনক পরিস্থিতি হয়ে রয়েছে। সেতুটির উপরে থাকা কংক্রিটের স্লাব গুলিতে ফাটল ধরেছে। যে কোন মুহুর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। অভিযোগ, প্রায় ছয় মাসের বেশি সময় ধরে সেতুটি ভয়াবহ অবস্থায় পড়ে রয়েছে। যেকোনও মুহূর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। অভিযোগ, বারে বারে প্রশাসন কে জানিয়ে ও কোন কাজ হয়নি। শুধুই মিলেছে প্রতিশ্রুতি। আর অপর দিকে দিন দিন সেতুটির অবস্থা আরো খারাপ হচ্ছে। অবিলম্বে এই সেতুটির কাজ না করলে যে কোন দিন ঘটে যাবে বড়সড় দুর্ঘটনা বলে আশঙ্কা গ্রামবাসীদের।
আরও পড়ুন: ৩ বছরের শিশুকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ, আটক বৌদি
এ নিয়ে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের সহসভাপতি শ্রীমন্ত কুমার মালি জানান, বিষয়টি নজরে আছে ব্রিজটি নতুন করে নির্মাণের জন্য ডিপিআর তৈরির কথা বলা হয়েছিল। তাতে দেখা গিয়েছে প্রায় ৩৩ লক্ষ খরচ হবে। সেই টাকা সাংসদ তহবিল থেকে অনুমোদন হয়েছে । ব্রিজের কাজ শীঘ্রই শুরু হবে।
আরও অন্য খবর দেখুন