বসিরহাট: টাকি থেকে দীঘা (Digha-Taki Bus) বাস পরিষেবা চালু (Digha to Taki) হল সোমবার। বসিরহাট মহকুমার ভারত-বাংলাদেশ(Tourists) সীমান্তের টাকি পর্যটন (Taki tourism) মানচিত্রে বিশেষভাবে জায়গা পেয়েছে। এবার সাধারণ মানুষ ও পর্যটকদের দাবি মেনে সরকারি বাস (Government bus) পরিষেবা চালু হল।
একেবারে ইছামতীর রাজবাড়ি ঘাট থেকে দীঘা পর্যন্ত বাস পরিষেবা মিলবে। পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, টাকি থেকে সরকারি বাস চালু করার। প্রায় ২৫০ কিলোমিটার যাত্রাপথের ভাড়া ২০০ টাকা।
সোমবার টাকি রাজবাড়ি ঘাট থেকে বাসরুটের সূচনা করেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল। ছিলেন রাজ্য পরিবহণ দফতরের সচিব এটিএম আবদুল্লাহ, বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায় উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য শাহানুর মণ্ডল, টাকি পুরসভার প্রশাসক সোমনাথ মুখোপাধ্যায়, বসিরহাট দক্ষিণের বিধায়ক চিকিৎসক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, বসিরহাট উত্তরের বিধায়ক রফিকুল ইসলাম।
টাকি থেকে দীঘা পর্যন্ত এই সরকারি বাস পরিষেবা পেয়ে রীতিমতো আবেগাপ্লুত হয়ে পড়েন সাধারণ মানুষ। বাস পরিষেবার মধ্য দিয়ে পূর্ব মেদিনীপুর, দীঘার মানুষও টাকি পর্যটন কেন্দ্রে সরাসরি আসতে পারবেন। এপার থেকে ওপার বাংলাকে দেখতে পাওয়া, নৌকা বিহারে গিয়ে আলাদা স্বাদ পাবেন পর্যটকরা। পাশাপাশি সুন্দরবনের মধ্যে একটি মিনি সুন্দরবন। তার প্রকৃতি, বিভিন্ন প্রজাতির গাছ থেকে শুরু করে বহু পরিযায়ী পাখি দেখতে পারবেন। তাই এই সরকারি বাস পরিষেবা পর্যটনে এক নতুন দিগন্ত খুলে দিল বলে মনে করছেন এলাকার মানুষ।
আরও পড়ুন District weather: ঠান্ডায় কালিম্পংকে হারাল শ্রীনিকেতন, পৌষে মজেছে বাঙালি